For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরব-ভূমিতে মন্দির প্রকল্পের উদ্বোধন মোদীর, ভারত নিয়ে যা বার্তা দিলেন প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার একাধিক দেশের সফরে গিয়ে, শনিবারই আরবে পৌঁছে যান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে রবিরার একগুচ্ছ কর্মসূচির মধ্যে ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

পশ্চিম এশিয়ার একাধিক দেশের সফরে গিয়ে, শনিবারই আরবে পৌঁছে যান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে রবিরার একগুচ্ছ কর্মসূচির মধ্যে ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। এরই মধ্যে দুবাইয়ের অপেরা হাউসে শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার মন্দিরের প্রকল্পের শিলান্যাস করার পাশাপাশি, আরবে অবস্থিত ভারতীয়দের সভাতেও বক্তব্য রাখেন তিনি। এই সভায় মোদীর বক্তব্য ঘিরে যে বিষয়গুলি উঠে এল তা দেখে নেওয়া যাক একনজরে।

মন্দির উদ্বোধন

আবুধাবিতে মন্দিরের প্রকল্পের উদ্বোধন করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রাও। উদ্বোধনের সঙ্গে সঙ্গে সভাঘর করতালিতে ফেটে পড়ে।

উপসাগরীয় দেশগুলিকে ধন্যাবদজ্ঞাপন

এদিনের সভায় নিজের বক্তব্যের শুরুতেই , উপসাগরীয় দেশগুলিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দেশগুলিতে যে ৩০ লাখ ভারতীয়রা থাকেন, তাঁরা যে বাড়ির মতো পরিবেশ পান , তার জন্য উপসাগরীয় দেশগুলিকে ধন্যবাদ।

মন্দির প্রসঙ্গে মোদী

মন্দিরের প্রকল্পের শিলান্যাাস করে, প্রধানমন্ত্রী বলেন, এই মন্দিরের মাধ্যমে বিশ্বকে আপন করে নেওয়া যাবে। মন্দিরকে মানবতার মাধ্যম বলে দাবি করেন মোদী।

ভারত নিয়ে বার্তা

ভারতে ব্যবসার ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্য়াঙ্কের হিসাবে যেভাবে , দেশ ১৪২ থেকে ১০০ তম স্থানে চলে এসেছে তার প্রসঙ্গ তুলে, ব্যবসাতে আরও উন্নতির বার্তা দেন মোদী। এপ্রসঙ্গে তিনি জিএসটি-রও ভূয়সী প্রশংসা করেন।

আবুধাবির রাজপুত্রকে ধন্যবাদ

পাশাপাশি এদিন, আবুধাবির রাজপুত্রকেও তিনি ধন্যবাদ জানান , এই মন্দির স্থাপনের অনুমতি দেওয়ার জন্য।

আরবে মোদী

আরবের ওয়াহাত আল কারামাতে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধার্ঘ জানান ভারেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

English summary
Updates on Narendra Modi at UAE, Inaugurates Temple Project there
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X