For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবহাওয়ার পরিবর্তন, সন্ত্রাসবাদ ও আত্মকেন্দ্রিকতার বিরুদ্ধে দাভোসের মঞ্চে গর্জে উঠলেন মোদী

এবারের বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে ২০ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ জয় করলেন

  • |
Google Oneindia Bengali News

এবারের বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে ২০ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে পা রাখলেন। এর আগে ১৯৯৭ সালে এইডি দেবগৌড়া প্রধানমন্ত্রী হিসাবে বিশ্ব অর্থনৈতিক মঞ্চে গিয়েছিলেন। এবার গেলে নরেন্দ্র মোদী। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্লেনারি মঞ্চে ঐতিহাসিক ভাষণ রাখলেন মোদী। তার আগে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্বের তাবড় শিল্পোদ্যোগী ও সিইওদের সামনে নিজের বক্তব্যে আবহাওয়ার পরিবর্তন, সন্ত্রাসবাদ ও আত্মকেন্দ্রিকতার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন তিনি।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে মোদী

দাভোস থেকে সরাসরি লাইভ দেখুন

বিকেল ৪টে ৫২ মিনিট : যদি সম্পদের সঙ্গে সুষ্ঠু ব্যবস্থা চান তাহলে ভারতে আসুন। যদি প্রগতি ও শান্তি চান তাহলে ভারতে আসুন। যদি স্বাস্থ্য ও আতিথেয়তা চান তাহলে ভারতই আপনাদের গন্তব্য। বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ থেকে বিশ্বের তাবড় বড় শিল্পসংস্থাকে বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

বিকেল ৪টে ৪৭ মিনিট : বিশ্বের যেখানেই যে দেশেই কেউ বিপদে পড়েছে, সবার আগে ভারতীয়রা এগিয়ে এসেছে। ভারতও দেশ হিসাবে সবার আগে ঝাঁপিয়ে পড়েছে : মোদী।

বিকেল ৪টে ৪৫ মিনিট : সত্তর বছরের স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম সবাইকে একত্রিত করে জিএসটি লাগু করা হয়েছে। প্রযুক্তিকে ব্যবহার করে উন্নয়নের কাজে লাগানো হয়েছে : মোদী।

বিকেল ৪টে ৩৯ মিনিট : ২০১৪ সালে ভারতবাসী ত্রিশ বছর পরে একটি সরকারকে বহুমত দিয়ে সরকারে এনেছে। তাই আমাদের শপথ, কাউকে আলাদাভাবে নয়, সকলকে একসঙ্গে উন্নয়নের পথে চালিত করা : মোদী।

বিকেল ৪টে ৩৩ মিনিট : জাতির জনক মহাত্মা গান্ধী লোভ ও শোষণের বিরুদ্ধে সরব ছিলেন। প্রয়োজন অনুযায়ী ভোগের কথা বলে গিয়েছেন তিনি। আমাদের সংষ্কৃতির বাঁধন এমনই যে এখানে গণতন্ত্র কোনও রাজনৈতিকভাবে চাপিয়ে দেওয়া নয়, এটা স্বাভাবিক অবস্থা : নরেন্দ্র মোদী।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে মুকেশ আম্বানির সঙ্গে বসে বলিউড বাদশা শহরুখ খান।

বিকেল ৪টে ২৫ মিনিট : তৃতীয় বিষয়টি হল - বিশ্বের বিভিন্ন দেশ আত্মকেন্দ্রীক হয়ে যাচ্ছে। পৃথিবীতে যেখানে বিশ্বায়নের রমরমা সেখানে কিছু দেশ পিছু হঠছে। তবে সন্ত্রাসবাদ ও অন্যান্য ঘটনায় ভয় পেয়ে পিছু হঠলে চলবে না। রাষ্ট্রপুঞ্জের নীতি নির্ধারণ ও ব্যবস্থাকে সামনে রেখে প্রতিটি দেশকে এগোতে হবে : নরেন্দ্র মোদী।

বিকেল ৪টে ২৩ মিনিট : দ্বিতীয় সবচেয়ে বড় সমস্যা হল সন্ত্রাসবাদ। ভালো জঙ্গি ও খারাপ জঙ্গি বলে কিছু হয় না। জঙ্গিবাদ ও হিংসার ফলে তৈরি সমস্যা বিশ্বকে কাবু করে রেখেছে। সবচেয়ে খারাপ বিষয় যুবকদের একটা অংশের মগজ ধোলাই হয়ে যাচ্ছে : নরেন্দ্র মোদী।

বিকেল ৪টে ১৫ মিনিট : বর্তমান সময়ে তিনটি কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে পৃথিবী যাচ্ছে। তার প্রথমটা হল আবহাওয়ার পরিবর্তন। হিমবাহ গলে যাচ্ছে, কোথাও বেশি গরম, কোথাও বেশি ঠান্ডা আবহাওয়া বাধা হয়ে দাঁড়াচ্ছে : নরেন্দ্র মোদী।

বিকেল ৪টে ১২ মিনিট : প্রযুক্তি দুনিয়াকে বদলে দিয়েছে। রাজনীতি থেকে অর্থনীতি সবকিছুর উপরে প্রভাব বিস্তার করেছে প্রযুক্তি। দুনিয়া আজ একটি পরিবারে পরিণত হয়েছে : নরেন্দ্র মোদী।

বিকেল ৪টে ০৮ মিনিট : প্রযুক্তি ভালো ও খারাপ দুই দিকের মধ্য দিয়েই পৃথিবী এগিয়ে চলেছে। কোটি কোটি ডেটা মুহূর্তে জডো় হচ্ছে। ফলে সেই ডেটার উপরে যে নিয়ন্ত্রণ রাখতে পারবে, আগামিদিনে পৃথিবীর নিয়ন্ত্রণ তাঁদের হাতেই থাকবে।

বিকেল ৪টে ০৫ মিনিট : ২১ বছর আগে কেউ ওসামা বিন লাদেনের নাম শোনেনি। অ্যামাজন বললে গুগল জঙ্গল দেখাত। এই এতবছরে পৃথিবী বদলে গিয়েছে। আর তাতে ইন্টারনেটের, স্যোশাল নেটওয়ার্কের সবচেয়ে বড় হাত রয়েছে।

বিকেল ৪টে ০৩ মিনিট : ১৯৯৭ সালে ২১ বছর আগে কেউ বিগ ডেটা ও বড় বড় ইন্টারনেটের কাজের কথা শোনেনি।

বিকেল ৪টে ০২ মিনিট : আমার আগে ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী দেবেগৌড়াজী এই মঞ্চে এসেছিলেন। সেইসময়ে ভারত অর্থনৈতিকভাবে এখনকার চেয়ে পিছিয়ে ছিল। জিডিপি ছিল মাত্র ৪০০ বিলিয়ন ডলার। আর এখন তা ছয়গুণ বেড়ে গিয়েছে।

বিকেল ৪টে : সুইস প্রশাসন ও বিশ্ব অর্থনৈতিক ফোরামকে ধন্যবাদ : মোদী।

বিকেল ৩টে ৫৮ মিনিট : প্লেনারি সেশনে ভাষণ দিতে উঠলে নরেন্দ্র মোদী।

বিকেল ৩টে ৫৫ মিনিট : বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে ভাষণ দিতে উঠবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিকেল ৩টে ৫৩ মিনিট : আমরা উন্নতির পথেই রয়েছি। ২০১৮ সাল আন্তর্জাতিক সহযোগিতার বছ হবে বলে আশা করছি : এলেইন বেরসেট।

বিকেল ৩টে ৫০ মিনিট : বিশ্বের নানা প্রান্ত অশান্ত হয়ে রয়েছে। আবহাওয়ার পরিবর্তন নিয়ে বৈষম্য চিন্তার বিষয়। অর্থনৈতিক সংযোগ বাড়িয়ে রাজনৈতিক স্থিরতা আনতে হবে। কারণ দুর্যোগের মুহূর্তে সবচেয়ে দরিদ্রতম মানুষের উপরে সবচেয়ে আগে আঘাত এসে পড়ে। সেদিকে খেয়াল রেখেই সবাইকে এগোতে হবে। এমনটাই মত সুইস প্রেসিডেন্ট এলেইন বেরসেটের।

বিকেল ৩টে ৪০ মিনিট : প্লেনারি সেশনে বক্তব্য রাখতে উঠলেন সুইস প্রেসিডেন্ট এলেইন বেরসেট। নিজের মাতৃভাষায় বক্তব্য রাখছেন তিনি।

বিকেল ৩টে ৩৭ মিনিট : দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে প্রবেশ নরেন্দ্র মোদীর। শুরু হল উদ্বোধনী ভাষণ।

দুপুর ৩টে ৩০ মিনিট : সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এলেইন বেরসেটের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী।

English summary
Updates From World Economic Forum (WEF), Davos 2018, PM Narendra Modi addresses in plenary session
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X