For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের কাশ্মীর ইস্যুকে নিরাপত্তা পরিষদে খুঁচিয়ে তোলার চেষ্টা চিনের

ফের কাশ্মীর ইস্যুকে নিরাপত্তা পরিষদে খুঁচিয়ে তোলার চেষ্টা চিনের

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ এদিন বুধবার কাশ্মীর ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠক করবে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গটি নিয়ে নতুন করে জলঘোলা করতে নেমেছে চিন। গত ছয় মাসে এই নিয়ে তৃতীয়বার কাশ্মীর ইস্যুকে নিরাপত্তা পরিষদের আলোচনায় টেনে নিয়ে আসার চেষ্টা করেছে পাকিস্তানের সবসময়ের বন্ধু চিন।

চিনের অপচেষ্টা

চিনের অপচেষ্টা

২০১৯ সালের অগাস্ট মাসে ভারতের সংসদে বিল পাস হয়। কাশ্মীরে থাকা সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়া হয়। তারপরেই প্রথমবার নিরাপত্তা পরিষদে এই নিয়ে আলোচনার তদ্বির করে চিন। কিন্তু সেবার চিন ছাড়া আর কাউকে পাকিস্তান পাশে পায়নি। কারণ সদস্য দেশগুলি একসঙ্গে ভারতের পক্ষে দাঁড়িয়েছিল। এবং স্পষ্ট জানিয়েছিল, সংবিধানের কোনও ধারা বিলোপ অবশ্যই ভারতের অভ্যন্তরীণ বিষয়।

রুখে দাঁড়ায় ফ্রান্স

রুখে দাঁড়ায় ফ্রান্স

এর আগের বার কাশ্মীর প্রসঙ্গে চিন আলোচনা চাওয়ায় ফ্রান্স সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তোলে। এবারও সেই দাবি জানালে ফ্রান্স ফের একবার রুখে দাঁড়াবে বলেই মনে করা হচ্ছে। কারণ ফ্রান্স প্রথম থেকেই কাশ্মীর ইস্যুকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় হিসেবে ব্যাখ্যা করে এসেছে।

সকলে ভারতের পক্ষে

সকলে ভারতের পক্ষে

ঘটনা হল চিন ছাড়া রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ - ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র - প্রত্যেকটি দেশই কাশ্মীর ইস্যুতে ভারতের দিকে সমর্থনের হাত বাড়িয়ে রেখেছে। অন্যদিকে পাকিস্তান বারবার চাপ দিয়ে নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুটিকে খুঁচিয়ে তোলার চেষ্টা করলেও আদতে তা কোনওভাবেই কাজে দেবে না। তা আগে থেকেই বলে দেওয়া যায়।

<strong>মার্কিন আদমসুমারিতে প্রথমবার পৃথক জনগোষ্ঠী হিসাবে চিহ্নিত হতে চলেছে শিখেরা </strong>মার্কিন আদমসুমারিতে প্রথমবার পৃথক জনগোষ্ঠী হিসাবে চিহ্নিত হতে চলেছে শিখেরা

English summary
UNSC to meet over Kashmir article 370 abrogation as China makes fresh attempt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X