For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিডনির রেস্তোরাঁয় জঙ্গি হামলা, পণবন্দি বহু

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ককক
সিডনি, ১৫ ডিসেম্বর: ভরদুপুরে সিডনি শহরের প্রাণকেন্দ্রে আঘাত হানল এক জঙ্গি। এখনও কাউকে প্রাণে না মারলেও অনেক লোককে পণবন্দি করে রেখেছে ওই অজ্ঞাতপরিচয় জঙ্গি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি নেমে পড়েছে সেনাবাহিনীর কমান্ডোরাও।

লিন্ড কাফে সিডনির একটি জনপ্রিয় রেস্তোরাঁ। অন্যান্য দিনের মতো সোমবার দুপুরেও এখানে ভিড় ছিল মানুষজনের। হঠাৎ শূন্যে গুলি চালাতে চালাতে সেখানে ঢুকে পড়ে কালো মুখোশপরা একটি ব্যক্তি। সে নিজেকে আত্মঘাতী জঙ্গি বলে পরিচয় দেয়। আগ্নেয়াস্ত্র ও বোমা ছাড়াও তার সঙ্গে রয়েছে একটি কালো পতাকা। তার ওপর সাদা আরবি অক্ষরে লেখা। রেস্তোরাঁর ভিতরে থাকা লোকজনকে সে পণবন্দি করে নেয়। বন্দিদের ভয় দেখিয়ে বলে 'লং লিভ ইসলাম' স্লোগান দিতে হবে। নইলে গুলি করে মারা হবে।

খবর ছড়িয়ে পড়তেই বিরাট পুলিশবাহিনী এসে হাজির হয়। আসে সেনাও। গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টোনি অ্যাবট বলেন, "এটা খুবই উদ্বেগজনক ঘটনা। অস্ট্রেলিয়ার মানুষের দুশ্চিন্তার কথা আমি অনুভব করতে পারছি। সরকার পণবন্দিদের বাঁচাতে সব রকম চেষ্টা করছে।"

প্রশাসনের ধারণা, ওই সন্ত্রাসবাদী সম্ভবত আইএস (ইসলামিক স্টেট) জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। কারণ আইএস জঙ্গিদের পতাকার মতোই একটি পতাকা দেখা গিয়েছে তার হাতে। ইরাক ও সিরিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়াও নেমেছে জঙ্গি দমনে। তাই আইএস হুমকি দিয়ে বলেছিল, এর বদলা নেওয়া হবে। সোমবারের জঙ্গি হামলা তারই ফলশ্রুতি বলে মনে করা হচ্ছে।

যে জায়গাটি সন্ত্রাস ছড়াতে বেছে নেওয়া হয়েছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ এলাকা। সিডনির মার্টিন প্লেসে অবস্থিত ওই রেস্তোরাঁ থেকে কিছু দূরেই রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়া। নিউ সাউথ ওয়েলস স্টেট পার্লামেন্টের অবস্থিতিও সেখানে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও বিভিন্ন দেশের কনসুলেট রয়েছে সিডনি শহরের এই জায়গায়। সিডনি অপেরা হাউসও সংশ্লিষ্ট এলাকা থেকে বেশি দূরে নয়। জঙ্গি হামলার জেরে গোটা মার্টিন প্লেসে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

English summary
Unknown terrorist takes hostage several people in Sydney
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X