For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার পর 'অজানা নিউমোনিয়া'য় কাঁপতে চলেছে এশিয়া! মৃত্যুর হার কোভিডকে হার মানাচ্ছে

করোনার পর 'অজানা নিউমোনিয়া'য় কাঁপতে চলেছে এশিয়া! মৃত্যুর হার কোভিডকে হার মানাচ্ছে

Google Oneindia Bengali News

এবার অজানা নিউমোনিয়ার প্রকোপ শুরু হয়ে গিয়েছে করোনার পর। করোনার মতো প্রাণঘাতী ভাইরাসের প্রবল দংশনের জেরে গোটা বিশ্ব ত্রস্ত। ক্রমেই মৃত্যু মিছিল বাড়ছে। এবার মধ্য এশিয়ায় সেই মৃত্যুমিছিলের হারের থেকেও ভয়াবহ মৃত্যু মিছিল সঙ্গে নিয়ে এল অজানা নিউমোনিয়া।

 কোভিডের চেয়েও ভয়ঙ্কর

কোভিডের চেয়েও ভয়ঙ্কর

কাজাখস্তানে চিনের দূতাবাস নিজের সমস্ত নাগরিককে সতর্ক করে দিয়েছে। সেখানে বলা হয়েছে, একধরনের অজানা নিউমোনিয়া গ্রাস করতে শুরু করেছে মধ্য এশিয়ার বিভিন্ন দেশকে। ইতিমধ্যেই এই অজানা নিউমোনিয়ায় ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যে মৃত্যুর হার কোভিডের থেকেও বেশি।

 প্রথম ৬ মাসে হু হু করে মৃত্যু!

প্রথম ৬ মাসে হু হু করে মৃত্যু!

কাজাখস্তান চিনের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত। সেখানে উইঘুর এলাকা আপাতত এই নিউমোনিয়া নিয়ে ত্রস্ত। ইতিমধ্যেই করোনার আবহে কাদাখস্তানে নতুন করে নিউমোনিয়ার প্রকোপে প্রথম ৬ মাসে ১৭৭২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধু জুনেই ৬৮২ জন মারা গিয়েছেন।

মৃতের হার কোভিডকে হার মানাচ্ছে

মৃতের হার কোভিডকে হার মানাচ্ছে

চিন জানিয়েছে , এই নতুন রোগে মৃতের হার কোভিডকেও হার মানাচ্ছে। এই নিউমোনিয়া সম্পর্কে কাজাখস্তানের বাসিন্দা বা চিন কতটা তথ্য় জানে তা নিয়ে কিছুটা সন্দেহ দানা বাঁধছে।

 এটাই কি করোনার দ্বিতীয় স্রোত?

এটাই কি করোনার দ্বিতীয় স্রোত?

অনেকে আবার মনে করছেন এই নিউমোনিয়া করোনার দ্বিতীয় স্রোত। করোনা দ্বিতীয় স্তরে আক্রমণ করেছে কাজাখস্তানকে। যার জেরে
লকডাউনগ্রস্ত দেশটি নতুন করে একাধিক নিউমোনিয়ার বাড়বাড়ন্তের ঘটনা দেখছে।

ইউরোপের পর আমেরিকাতেও পাক এয়ারলাইন্সের উপর নিষেধাজ্ঞা! নেপথ্যে কোন কারণ?ইউরোপের পর আমেরিকাতেও পাক এয়ারলাইন্সের উপর নিষেধাজ্ঞা! নেপথ্যে কোন কারণ?

English summary
Unknown pneumonia sweeping through the central Asia with high fatality than Covid 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X