For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আট বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র

আটবছর বয়সেই স্কুলের পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চলেছে বেলজিয়ামের বিস্ময় বালক।

  • By Bbc Bengali

ছয় বছরের পড়াশোনা মাত্র দেড় বছরে শেষ করেছে লরেন্ট সিমন্স
BBC
ছয় বছরের পড়াশোনা মাত্র দেড় বছরে শেষ করেছে লরেন্ট সিমন্স

বেলজিয়ামের আট বছর বয়সী এক বালক মাত্র দেড় বছরেই স্কুলের পড়াশোনার পাঠ শেষ করেছে, যেটি শেষ করতে অন্যদের ছয় বছর সময় লাগে।

এখন দুইমাসের ছুটি শেষে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে।

তার বাবা একজন বেলজিয়ান আর মা নেদারল্যান্ডসের নাগরিক। তারা জানিয়েছেন, বুদ্ধিমত্তার পরীক্ষায় লরেন্ট সিমন্সের নম্বর উঠেছে ১৪৫।

বেলজিয়ামের আরটিবিএফ রেডিওকে দেয়া একটি সাক্ষাৎকারে লরেন্ট বলছে, তার প্রিয় বিষয় গণিত, কারণ এটি বিশাল একটি বিষয়। সেখানে পরিসংখ্যান আছে, জ্যামিতি আছে আর বীজগণিত আছে।

তার বাবা জানিয়েছেন, ছোট বেলা থেকেই লরেন্ট অন্য শিশুদের সঙ্গে মিশতে পারতো না বা খেলতে পারতো না। খেলনার প্রতিও তার কোন আগ্রহ ছিল না।

লরেন্ট জানিয়েছে, পড়াশোনা শেষ করে সে একজন সার্জন এবং নভোচারী হওয়ার কথা ভেবেছিল। কিন্তু এখন সে বরং কম্পিউটার নিয়েই কাজ করতে চায়।

তবে তার বাবা বলেছেন, ''যদি সে কালকে আবার কাঠমিস্ত্রি হতে চায়, সেটাও আমাদের জন্য কোন সমস্যা নয়। তার যা করতে ভালো লাগবে, তাতেই আমরা খুশী।''

আরো পড়তে পারেন:

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতা করেছিলেন যারা

হামলা-গ্রেফতারে উত্তেজনা কোটা সংস্কার আন্দোলনে

English summary
University student At the age of eight years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X