For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথা ভেঙে ভারতকে বিশেষ মর্যাদা আমেরিকার, শুধুই ভালবাসা না অন্য কিছু

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে এসটিএ-১ তালিকায় অন্তর্ভুক্ত করল। যদিও ভারত এখনও এনএসজি সদস্য নয়। বিশ্লেষকদের দাবি চিনকে রাজনৈতিক বার্তা দিতেই আমেরিকার এই পদক্ষেপ।

  • |
Google Oneindia Bengali News

লক্ষ্য চিনকে বার্তা দেওয়া। আর তার জন্য ভারতকে দুহাত ভরে দিল আমেরিকা। প্রথা ভেঙে ভারত এনএসজির সদস্য না হওয়া সত্ত্বেও আমেরিকার স্ট্র্যাটেজিক ট্রেড অথরাইজেশন-১ বা এসটিএ-১ তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করা হল। ফলে এখন থেকে প্রতিরক্ষা ও মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে সর্বাধুনিক মার্কিন প্রযুক্তি কিনতে আর বাধা থাকবে না।

প্রথা ভেঙে ভারতকে বিশেষ মর্যাদা

এতদিন পর্যন্ত নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা এনএসজি-র সদস্যদেরই এসটিএ-১ তালিকাভুক্ত করেছে আমেরিকা। এরসঙ্গে এসটিএ-১ তালিকাভুক্ত দেশগুলিকে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম (এমটিসিআর), অস্ট্রেলিয়া গ্রুপ ও ভাসিনার এগ্রিমেন্টেরও সদস্য হতে হয়। ভারত পরের তিনটি গোষ্ঠীভুক্ত হলেও আমেরিকার কয়েকটি শর্ত নিয়ে বাধা থাকায় এখনও এনএসজির সদস্য নয়।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ইজরাইলের। কিন্তু এনএসজি সদস্য না হওয়ায় সেই 'বন্ধু'কেও আমেরিকা এসটিএ-১ তালিকায় রাখেনি। একমাত্র ভারতের ক্ষেত্রেই এই প্রথা ভাঙা হল। তবে এর কারণ ভারত নয়, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেনষ আমেরিকার লক্ষ্য আসলে চিন। চিনের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতেই আমেরিকা এই পদক্ষেপ নিয়েছে।

এমনিতে ন্যাটোর দেশগুলি আর এশিয়ার মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়া রয়েছে এসটিএ-১ তালিকায়। দক্ষিণ এশিয়া থেকে প্রথম দেশ হিসেবে ভারত এল এই তালিকায়। ভারতকে নিয়ে এই তালিকায় থাকা মোট দেশের সংখ্যা দাঁড়াল ৩৭।

English summary
United States on Friday included India in STA-1 list. Though India is still not a member of NSG. Political analysts have claimed that it is intended to deliver a message to China.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X