For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউক্রেনকে নেটোর সদস্য না করতে রাশিয়ার দাবি নাকচ করে দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দাবি ছিল ইউক্রেনকে যেন নেটোতে নেয়া না হয়। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সেটা সম্ভব নয়। রাশিয়া এখন কীভাবে সাড়া দেয় তার অপেক্ষায় আছে যুক্তরাষ্ট

  • By Bbc Bengali

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন
Reuters
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন

ইউক্রেনকে নেটো সামরিক জোটে ঢুকতে না দেয়ার যে দাবি রাশিয়া জানাচ্ছে, যুক্তরাষ্ট্র তা নাকচ করে দিয়েছে। রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আশংকা করা হচ্ছে, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রাশিয়ার কাছে পাঠানো এক আনুষ্ঠানিক জবাবে একথা জানিয়েছেন।

মিস্টার ব্লিনকেন কোন ছাড় দেন নি, তবে বলেছেন তিনি রাশিয়াকে "সামনে এগুনোর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পথ খুলে দিয়েছেন, যদি রাশিয়া সেই পথে যেতে চায়।"

রাশিয়ার একজন মন্ত্রী বলেছেন, তার দেশ মিস্টার ব্লিনকেনের জবাব ভালো করে পড়ে দেখবে। যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে এই জবাব পাঠিয়েছে সামরিক জোট নেটোর সঙ্গে সমন্বিত-ভাবে।

রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে লিখিতভাবে তাদের নিরাপত্তা বিষয়ক উদ্বেগগুলো তুলে ধরেছিল। এতে নেটো সামরিক জোটের সম্প্রসারণ এবং এ সংক্রান্ত অন্যান্য নিরাপত্তার বিষয়গুলো উল্লেখ করেছিল।

রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দাবি ছিল, ইউক্রেন এবং অন্যান্য পূর্ব ইউরোপিয় দেশকে নেটো জোটের সদস্য করার সম্ভাবনা যেন নাকচ করে দেয়া হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের সীমান্তে বিপুল সৈন্য সমাবেশ ঘটিয়েছে। পশ্চিমা দেশগুলো এই ঘটনাকে ইউক্রেনে একটি সম্ভাব্য রুশ অভিযানের প্রস্তুতি বলে মনে করছে। তবে রাশিয়া এরকম কোন অভিযানের পরিকল্পনার কথা অস্বীকার করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, তারা যে জবাব রাশিয়ার কাছে পাঠিয়েছেন, তাতে যুক্তরাষ্ট্রের 'মূল নীতি' স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন। এর মধ্যে আছে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং নেটোর মতো সামরিক জোটের সদস্য হওয়ার অধিকারের মতো বিষয়।

"কূটনীতির ক্ষেত্রে আমরা যে লক্ষ্য সামনে রেখে কাজ করছি, তার গুরুত্ব নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। আমরা ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করা এবং একই সঙ্গে রাশিয়ার আর কোন আগ্রাসনের একটি দ্রুত এবং একতাবদ্ধ জবাব দিতে সমান মনোযোগ দিয়ে কাজ করছি", বলছেন তিনি।

তিনি আরও বলেন, "এখন রাশিয়া কীভাবে সাড়া দেবে সেটা তাদের ব্যাপার। আমরা যে কোন দিকের জন্য তৈরি আছি।"

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে সামরিক সাহায্যের তিনটি চালান পাঠিয়েছে। এর মধ্যে জেভলিন ক্ষেপণাস্ত্র, শত শত টন গোলাবারুদ এবং অন্যান্য সামগ্রী রয়েছে।

আরও পড়ুন:

সাড়ে আট হাজার মার্কিন সৈন্য প্রস্তুত, রাশিয়া উদ্বিগ্ন

ইউক্রেনে রুশ হামলার আশঙ্কায় নেটো সামরিক শক্তি বাড়াচ্ছে

'রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার অজুহাত পেতে ষড়যন্ত্র করছে‌‌'

গোপন আলোচনা

পূর্ব ইউরোপে নেটোর সম্প্রসারণ নিয়েই রাশিয়া সবচেয়ে বেশি আপত্তি জানাচ্ছে
Getty Images
পূর্ব ইউরোপে নেটোর সম্প্রসারণ নিয়েই রাশিয়া সবচেয়ে বেশি আপত্তি জানাচ্ছে

ইউক্রেন প্রশ্নে যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের মধ্যে কোন ধরণের ফাটল বা মতভেদের কথা অস্বীকার করেছেন মিস্টার ব্লিনকেন। তিনি বলেন, নেটো নিজেদের মতো করে তাদের প্রস্তাব তৈরি করেছে যা পুরোপুরি মার্কিন অবস্থানকেই জোরালো করে। তবে যুক্তরাষ্ট্রের দলিলটি এখনো প্রকাশ করা হচ্ছে না।

তিনি বলেন, "কূটনীতি সবচেয়ে বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকে তখনই, যখন সেখানে গোপনে আলোচনা চালানোর মতো যথেষ্ট সুযোগ দেয়া হয়।"

নেটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, তাদের সামরিক জোটের জবাবও মস্কোর কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, রাশিয়ার উদ্বেগের বিষয়গুলো তিনি শুনতে রাজি আছেন, কিন্তু এটাও বুঝতে হবে প্রত্যেকটি দেশের তার মতো করে নিজের প্রতিরক্ষার পথ বেছে নেয়ার অধিকার আছে।

তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, মিস্টার স্টোলটেনবার্গ বাস্তবতা থেকে অনেক দূরে আছেন। "আপনারা জানেন, আমি তার কথাবার্তা নিয়ে মতামত দেয়া অনেক আগেই ছেড়ে দিয়েছি" বলছেন তিনি।

এদিকে রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স এবং জার্মানির কূটনীতিকরা আলাদাভাবে ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত ডনবাস অঞ্চলে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ব্যাপারে তাদের অঙ্গীকার পুর্নব্যক্ত করেছেন।

অন্যান্য খবর:

বাংলাদেশ থেকে লিবিয়া-ইউরোপে মানব পাচার কেন ঠেকানো যাচ্ছে না?

হীরা জহরত চুরি ও কূটনীতিক খুনের মীমাংসা করলো সৌদি আরব ও থাইল্যান্ড

পাকিস্তান সুপার লিগ যেভাবে বিশ্বের শীর্ষ এক ক্রিকেট লিগ হয়ে উঠলো

চারটি দেশই বলছে, অন্য বিষয়ে যে মতপার্থক্যই থাক, তারা সেখানে যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে।

ক্রেমলিনের ডেপুটি চীফ অব স্টাফ দিমিত্রি কোজাক বলেছেন, প্যারিসে এই চারটি দেশের মধ্যে আট ঘণ্টা ধরে যে আলোচনা চলেছে, তা সহজ ছিল না।

দু সপ্তাহের মধ্যে এই চারটি দেশ বার্লিনে আবার বৈঠকে বসবে বলে কথা রয়েছে।

English summary
United States has rejected Russia's demand that Ukraine not join NATO
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X