For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঙ্কিপক্স আক্রান্ত সাড়ে ৬ হাজারের বেশি, আমেরিকায় জারি হল স্বাস্থ্য সতর্কতা

মাঙ্কিপক্স আক্রান্ত সাড়ে ৬ হাজারের বেশি, আমেরিকায় জারি হল স্বাস্থ্য সতর্কতা

Google Oneindia Bengali News

মাঙ্কিপক্সের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে আমেরিকায়। তার জেরে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বাইডেন সরকার। প্রায় ৬,৬০০ জন ইতিমধ্যেই আমেরিকায় মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। মাঙ্কিপক্স যে ভয়াবহ হতে পারে তা িনয়ে আগেই সতর্ক করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা।

আমেরিকায় জারি হল স্বাস্থ্য সতর্কতা

মাঙ্কি পক্সের সংক্রমণ যে ভয়াবহ আকার িনতে পারে গোটা বিশ্বে তা িনয়ে আগেই সতর্ক করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা। সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। বিশ্বের ৭৫টি দেশে ছড়িয়ে পড়েছিল। আমেরিকায় সেটা ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছে। একেবাের ৬৬০০ জন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আর ঝুঁকি নেয়নি বাইডেন সরকার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। যাকে বলে হেল্থ এমার্জেন্সি জারি করা হয়েছে। মার্কিন স্বাস্থ্যসচিব সতর্কতা জারি করে জািনয়েছেন, মাঙ্কিপক্সকে যেন কেউ হাল্কা ভাবে না নেন। পরিস্থিতি মোকাবিলায় সবরকম চেষ্টা চালাচ্ছে সরকার।

মাঙ্কিপক্সের সংক্রমণ গোটা দেশে ভয়াবহ আকার িনয়েছে। হঠাৎ করে কীভাবে মাঙ্কিপক্সের সংক্রমণ এত বেড়ে গেল তা িনয়ে চাপ বেড়েছে বাইডেন সরকারের। যাঁদের মধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়েছে তাঁদের সিংহভাগই একাধিক পুরুষের সঙ্গে সহবাস করেছেন। এই িনয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা আগে থেকেই সতর্কতা জারি করেছিল। তারপরেই আমেরিকায় এইভাবে সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে।ইউরোপের একাধিক দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ফ্রান্স, জার্মানি, ব্রিটেনে মাঙ্কি পক্সের সংক্রমণ বাড়ছে। ভারতেও মাঙ্কিপক্সের সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যেই ৭ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে আবার কেরলে মাঙ্কি পক্সের সংক্রমণে মারা গিয়েছেন ২২ বছরের এক যুবক। তাঁতে আক্রান্ত হয়েছেন একাধিক ব্যক্তি। দিল্লিতে মাঙ্কিপক্সের সংক্রমণ বেড়েছে। তিন জন সেখােন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে দুই জন নাইজেরিয়। তাঁরা কেউ দেশের বাইরে যাননি। তারপরে কীভাবে মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়াল তাই নিয়ে প্রশ্ন উঠছে। কেরল আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। বিশেষ করে যাঁরা আরবের দেশগুলি থেকে আসছে তাঁদের শরীরে ছড়াচ্ছে মাঙ্কিপক্সের সংক্রমণ।

আমেরিকা করোনা মহামারীর সময় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল। আমেরিকায় করোনা সংক্রমণে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন। সূত্রের খবর আমেরিকায় মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়ানোর আগে সেটা ইউরোপে ছড়িয়েছিল। স্মলপক্সের টিকাকরণে মাঙ্কিপক্সের সংক্রমণ রোধ করা সম্ভব বলে জানিয়েছিলেন গবেষকরা। কিন্তু সেই ভ্যাকসিনের ঘাটতি দেখা দিয়েছে দেশে। যার জেরে আরো সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। গবেষকরা দাবি করেছেন স্মলপক্সের মতই মাঙ্কিপক্স। নিজে থেকেই সংক্রমণ ছড়ায়। আবার নিজে থেকেই কমে যায়। ২৬ দিনের মত সংক্রমণ থাকে মাঙ্কিপক্সে। তবে যাঁরা কোমরবিড তাঁদের প্রাণের ঝুঁকি রয়েছে। সেকারণেই বারবার বিশ্বস্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে গোটা বিশ্বকে।

English summary
public health emergency for monkeypox in America
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X