For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদেনের পর এবার আমেরিকার নিশানায় আইএস প্রধান বাগদাদি

সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন করতে মরিয়া আমেরিকা এবার টার্গেট করলে আইএস প্রধান আবু-বক্কর-অাল বাগদাদিকে।

Google Oneindia Bengali News

সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন করতে মরিয়া আমেরিকা এবার টার্গেট করলে আইএস প্রধান আবু-বক্কর-অাল বাগদাদিকে। সংবাদ সংস্থা রয়টার্সকে এমনই খবর জানিয়েছে হোয়াইট হাউসের এক উচ্চ পদস্থ আধিকারিক। যদিও বাগদাদিকে নিকেশের অপারেশন কীভাবে কোথায় হবে সেটা নিয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাতে রাজি নয় আমেরিকা। মনে করা হচ্ছে অনেকটা লাদেন নিকেশের মতোই হতে চলেছে সেই অভিযান।

লাদেনের পর এবার আমেরিকার নিশানায় আইএস প্রধান বাগদাদি

আমেরিকার এক পদস্থ আধিকারিক আবার জানিয়েছেন যে বাগদাদিকে নিকেশ করা হয়েছে অভিযানে। যদিও পেন্টাগন বা হোয়াইট হাউসের তরফ েথকে এই খবরের কোনও সত্যতা জানানো হয়নি।
তবে ওই আধিকারিকের কাছ থেকে পাওয়া খবরে জানা গিয়েছে সফল হয়েছে আমেরিকার সেই অভিযান। বাগদাদির সন্ধানে সিরিয়ার উত্তর পশ্চিমের ইবলিব প্রদেশে চালানো হয়েছিল সেই গোপন অভিযান।
শনিবার রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে বড় কিছু ঘটানোর ইঙ্গিত দিয়েছিলেন।
এর আগে উত্তর সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে বিরোধীরা সরব হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে। এতে সিরিয়ায় ফের আইএসের দাপট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল। তারপরেই আমেরিকার এই চরম সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

English summary
United States has carried out an operation targeting ISIS chief Abu Bakr al-Baghdadi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X