For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপুঞ্জে ভারতের জয়, মুম্বই হামলার অন্যতম মূলচক্রী আবদুল রহমান মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা

রাষ্ট্রপুঞ্জে ভারতের জয়, মুম্বই হামলার অন্যতম মূলচক্রী আবদুল রহমান মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা

Google Oneindia Bengali News

মুম্বই হামলার অন্যতম বড় চক্রী লস্কর জঙ্গি আবদুল রহমান মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করল রাষ্ট্রপুঞ্জ। মাক্কি লস্কর প্রধান হাফিজ সইদের শ্যালক। দীর্ঘদিন ধরেই মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গির তালিকা ভুক্ত করার দাবি জানিয়ে আসছিল ভারত। কিন্তু বারবার তাতে ভেটো প্রয়োগ করে সেই প্রস্তাব আটকে দিচ্ছিল চিন। রাষ্ট্রপুঞ্জের এই ঘোষণাকে ভারত বড় জয় বলে মনে করছে। হাফিজ সইদকেও আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার বিরোধিতা করেছিল বেজিং।

 মুম্বই হামলার চক্রী

মুম্বই হামলার চক্রী

ভারতে সন্ত্রাসবাদী কার্যকলার চালানোর নেপথ্যে কাজ করে যে জঙ্গি সংগঠনগুলি তার মধ্যে অন্যতম লস্কর-এ-তইবা এবং আল কায়দা। পাকিস্তান থেকেই মূলক সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনা করে থাকে তারা। লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদকে আগেই কালো তালিকা ভুক্ত করেছে রাষ্ট্রপুঞ্জ। মুম্বই হামলার মূল চক্রী ছিলেন হাফিজ সইদ। এবার তাঁর শ্যালক আবদুল রহমান মাক্কিকেও আন্তর্জাতিক জঙ্গি তকমা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। আলকায়দার দুর্ধর্ষ জঙ্গি মাক্কি।

চিনের বাধা কাটিয়ে ভারতের জয়

চিনের বাধা কাটিয়ে ভারতের জয়

হাফিজ সইদ থেকে শুরু করে একাধিক জঙ্গিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার জন্য রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন জানিয়ে এসেছে ভারত। বারবার তাতে ভেটো প্রয়োগ করেছে বেজিং। ২০২২ সালের জুন মাসে মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার জন্য রাষ্ট্রপুঞ্জের কাছে আর্জি জানায় ভারত। কিন্তু তাতে বাধা দেয় চিন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং গত ৬ মাস ধরে চেষ্টা চালিয়েছেন যে ভারতের আবেদন যেন গ্রাহ্য না হয় রাষ্ট্রপুঞ্জে। একাধিক দেশকে এই নিয়ে প্রভাবিত করার েচষ্টাও চালিয়েেছ বেজিং। কিন্তু শেষ পর্যন্ত তাতে সফল হতে পারেননি জিনপিং।

কে মাক্কি

কে মাক্কি

আলকায়দার দুর্ধর্ষ জঙ্গি মাক্কি। লস্কর-এ-তইবার ডেপুটি চিফও সে। লস্করের কূটনৈতিক দল পরিচালনা করে মাক্কি। বিশেষ করে যুবদের প্রভাবিত করে কীভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপে নিয়ে আসা যায় সেই প্রক্রিয়া পরিচালনা করে সে। জম্মু-কাশ্মীরে দীর্ঘদিন ধরেই যুবদের উপর প্রভাব বিস্তার করে কাজ চালিয়ে যাচ্ছিল মাক্কি। পাকিস্তানে জামাত উদ দুয়ার সদস্য ছিল মাক্কি। পাকিস্তানে মূলত ধর্মান্তকরণ এবং অপহরণের ঘটনা গুলি পরিচালনা করত সে। ভারতে একাধিক বড় জঙ্গি হামলার নেপথ্যে কাজ করেছে সে। তার মধ্যে অন্য তম ছাব্বিশ এগারোর মুম্বই হামলা। এছাড়া লালকেল্লায় হামলা, ২০০৮ সালে রামপুর সিআরপিএফ ক্যাম্পে হামলা, ২০১৮-র বারামুল্লা হামলার পরিকল্পনাও ছিল মাক্কির।

আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা

আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা

লস্কর-এ-তইবার প্রধান হাফিজ সইদের শ্যালক আবদুল রহমান মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করল রাষ্ট্রপুঞ্জ। হাফিজ সইদকে আগেই এই তকমা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। এবার হাফিজ সইদের শ্যালক আবদুল রহমান মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করায় বড় সাফল্য দেখছে ভারত। মুমুম্বই হামলার অন্যতম মূল চক্রী মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার জন্য দীর্ঘদিন ধরেই প্রস্তাব দিয়ে আসছিল ভারত। কিন্তু বারবার চিনের ভেটো প্রয়োগের জেরে সেই প্রস্তাব বারবারই খারিজ হয়ে যাচ্ছিল। দীর্ঘ চেষ্টার পর রাষ্ট্রপুঞ্জের এই পদক্ষেপ নতুন আশা দেখিয়েছে ভারতকে।

English summary
Abdul Rahaman Makki is a Global terrorist
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X