For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফানের কারণে তীব্র সঙ্কটে দুই বাংলার প্রায় ২ কোটি শিশু, জানাচ্ছে ইউনিসেফ

আম্ফানের কারণে তীব্র সঙ্কটে দুই বাংলার প্রায় ২ কোটি শিশু, জানাচ্ছে ইউনিসেফ

  • |
Google Oneindia Bengali News

একেই করোনার গ্রাসে বিপর্যস্ত গোটা পৃথিবী তার মাঝেই গতকাল একপ্রকার তান্ডবলীলা চালিয়ে গেছে প্রলয়ঙ্করী ঝড় আম্ফান। করোনার পাশাপাশি আম্ফানের জেরেও মৃত্যু হয়েছে মানুষের। ভয়ঙ্কর ঝুঁকির মুখোমুখি রয়েছে দুই বাংলার প্রায় ২ কোটি শিশু।

বিপর্যয়ের মুখে দুইবাংলার ২ কোটি শিশুর শৈশব

বিপর্যয়ের মুখে দুইবাংলার ২ কোটি শিশুর শৈশব

আম্ফানের এতটা তান্ডবের দৃশ্য কাঙ্ক্ষিত না থাকলেও অনুমেয় ছিল। এমতাবস্থায়, ইউনিসেফের একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড়, বন্যা, ভারী বৃষ্টিপাতের কারণে তীব্র সঙ্কটে রয়েছে প্রায় ২ কোটি শিশু।

ভারতে আম্ফানের প্রলয়

ভারতে আম্ফানের প্রলয়

বাংলাদেশ সীমান্তের কাছ দিয়ে প্রবেশ করলেও মূলত ভারতে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্ফান। আইলার থেকেও বেশি গতি নিয়ে তা আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গে। আম্ফানের জেরে বাংলাতেই মৃত্যু হয়েছে প্রায় ১০-১২ জনের। বাংলাদেশেও মৃত্যু হয়েছে জনা সাতেকের।

করোনা আম্ফানের রেষারেষিতে বিপর্যস্ত মানুষ

করোনা আম্ফানের রেষারেষিতে বিপর্যস্ত মানুষ

বুধবার প্রকাশিত একটি বিবৃতিতে জানা গেছে, বাংলার ১.৬ কোটি শিশুসহ প্রায় ৫ কোটি মানুষের উপর সরসরি প্রভাব ফেলবে এই আম্ফান। আম্ফান মোকাবিলা আরও কঠিন হয়ে পড়েছে করোনার অবস্থানে। ঝড়ের কারণে গৃহহীন মানুষদের আশ্র‍য় দিলেও থেকেই যাচ্ছে ঝুঁকি। অস্থায়ী আশ্রয়স্থল গুলিতে ভীড় করোনা সংক্রমণের কারণ হতে পারে।

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় ৮৫০,০০০ জন রোহিঙ্গা শরণার্থীর

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় ৮৫০,০০০ জন রোহিঙ্গা শরণার্থীর

দক্ষিণ এশিয়ার ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জিন গফ বলেছেন, বাংলাদেশ ও ভারত সরকার একত্রে নিবিড়ভাবে কাজ করছে এবং ঘূর্ণিঝড় আম্ফান দ্বারা ক্ষতিগ্রস্থ শিশু এবং পরিবারগুলিকে সাহায্য করতে সর্বতোভাবে প্রস্তুত রয়েছে তারা। জানা যাচ্ছে, বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছেন ৮৫০,০০০ জন রোহিঙ্গা শরণার্থী।

আম্ফানের মহাপ্রলয়ের বলি রাজ্যে ৭২, মোদীকে পরিস্থিতি পরিদর্শনের আহ্বান মমতার আম্ফানের মহাপ্রলয়ের বলি রাজ্যে ৭২, মোদীকে পরিস্থিতি পরিদর্শনের আহ্বান মমতার

English summary
Millions of children in two Bengals are at risk due to Amphan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X