For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানকে মাত দিতে তৈরি 'টিম ইন্ডিয়া'! রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে সম্মুখ সমরে দুই দেশ

রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে আজ সম্মুখ সমরে দুই দেশ

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার আগে বা পর থেকে পাকিস্তান বহুবার দাবি তুলেছিল মানবাধিক লঙ্ঘন প্রসঙ্গে। পাল্টা ভারতও বালুচিস্তান প্রসঙ্গকে নিয়ে বহুবার পাকিস্তানকে তুলোধনা করেছে। আর সেই সমস্ত অধ্যায় পেরিয়ে এবার রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে সম্মুখ সমরে ভারত ও পাকিস্তান। সেপ্টেম্বর ৯ থেকে ২৭ পর্যন্ত আয়োজিত হতে চলেছে ৪২ তম মানবাধিকার কাউন্সিল। আর সেখানেই এবার পাকিস্তানকে মাত দিতে তৈরি 'টিম ইন্ডিয়া'!

কী হতে পারে কাউন্সিলের বৈঠকে?

কী হতে পারে কাউন্সিলের বৈঠকে?

সূত্রের দাবি, পাকিস্তান এই কাউন্সিলের বৈঠকে নিঃসন্দেহে কাশ্মীর প্রসঙ্গ তুলে আনবে । কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে রীতিমতো ভারতকে আক্রমণের চেষ্টা করবে বলে দাবি ওয়াকিবহাল মহলের। কারণ এই কাউন্সিলই এই মুহূর্তে পাকিস্তানের কাছে বড় হাতিয়ার। ফলে পাকিস্তানের তরফে কাশ্মীর নিয়ে 'ডিবেট' দাবি করার সম্ভাবনা থাকছে। কিংবা কাশ্মীর নিয়ে রেজোলিউশন পাশের সম্ভাবনা থাকবে।

 ভারতের তরফে কোন যুদ্ধবিদ্যার আশ্রয় নেওয়া হতে পারে?

ভারতের তরফে কোন যুদ্ধবিদ্যার আশ্রয় নেওয়া হতে পারে?


ভারতের তরফে এই ক্ষেত্রে প্রাথমিকভাবে চেষ্টা হবে যাতে রেজোলিউশন পরিহার করা যায়। সেক্ষেত্রে ভারতের সমর্থনকারী দেশের সংখ্যা অনেক। ফলে পাকিস্তানের আনা রেজোলিউশনের প্রেক্ষাপটে 'ভোট' এর রাস্তা নিয়ে পাকিস্তানকে পাল্টা চাল দিতে পারে ভারত। ফলে কূটনৈতিক দিক থেকে ভারত-পাকিস্তান বড়সড় লড়াই এবার দেখা যেতে চলেছে রাষ্ট্রসংঘের আসরে।

 জয়শঙ্কর পরিকল্পনা

জয়শঙ্কর পরিকল্পনা

বিদেশমন্ত্রী তথা প্রাক্তন আইএএস অফিসার জয়শঙ্কর নিজে ভারতের তরফে মানবাধিকার কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। আর শোনা যাচ্ছে , পাকিস্তানের যাবতীয় দাবির প্রেক্ষিতে ভারত একাধিক তথ্য পেশ করতে চলেছে যা বোঝায় কাশ্মীর শান্ত পরিস্থিতিতে রয়েছে। আর এই তথ্য জাতীয় উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বাধীন টিম তুলে ধরেছে আগেই। পাশপাশি, পাকিস্তানের শিখ তরুণীর অপহরণের মতো একাধিক ইস্যু নিয়ে পাকিস্তানকে সংখ্যালঘু ইস্যুতে মাত দিতে পারে ভারত ।

English summary
UNHRC session , India is ready to take on Pakistan on Diplomatic platform. The 42nd session of the Human Rights Council will take place from September 9 to 27.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X