For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিয়াতে যুদ্ধাপরাধ নিয়ে রাষ্ট্রসংঘ মানবাধিকার বিভাগের প্রধান যা জানাচ্ছেন

সিরিয়ার গৃহযুদ্ধে অব্যাহত মৃত্যু মিছিলে অসন্তুষ্ট রাষ্ট্রসংঘ। সিরিয়ার পূর্ব ঘওতা এলাকাতে যেভাবে ক্রমাগত বিমান হানা শানানো হয়েছে , তা নিয়ে সমালোচনার মুখে রাশিয়া ও সিরিয়া সরকার।

  • |
Google Oneindia Bengali News

সিরিয়ার গৃহযুদ্ধে অব্যাহত মৃত্যু মিছিলে অসন্তুষ্ট রাষ্ট্রসংঘ। সিরিয়ার পূর্ব ঘওতা এলাকাতে যেভাবে ক্রমাগত বিমান হানা শানানো হয়েছে , তা নিয়ে সমালোচনার মুখে রাশিয়া ও সিরিয়া সরকার। ঘওতা এলাকাতে সিরিয়ার সরকার ও রাশিয়া জোট বেঁধে যেভাবে রাষ্ট্রবিদ্রোহীদের দমনে হত্যালীলা চালিয়েছে, তাতে ৮ দিনে প্রায় হারিয়েছেন ৫৫৬ জন মানুষ। উল্লেখ্য এই বিদ্রোহীরা পূর্বতন রাষ্ট্রপ্রধান বাশার আল আসাদের সমর্থক।

সিরিয়াতে যুদ্ধাপরাধ নিয়ে রাষ্ট্রসংঘ মানবাধিকার সংক্রান্ত প্রধান যা জানাচ্ছেন

এদিকে, রাষ্ট্র সংঘের মানবাধিকার বিষয়ক প্রধানের দাবি, ঘওকতার পূর্ব দিকে ও সিরিয়ার বিভিন্ন অংশে যা হয়েছে যুদ্ধাপরাধের সামিল । মানবাধিকারের এপর হামলার নামান্তর বলে এই ঘটনাকে বর্ণনা করা হয়েছে। সিরিয়ায় রাশিয়ান বিমান হানায় ৫৫৬ জনের মধ্যে ১২০ জনই ছিল শিশু। নিরস্ত্র শিশুদের এভাবে হত্যা করা নিয়ে নানা আন্তর্জাতিক মহল থেকে প্রশ্ন উঠছে।

এদিকে, এর আগে রাষ্ট্রসংঘের তরফে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করা হলেও, তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে আবারও বিমান হানা চালানো হয় সিরিয়া সরকার ও রাশিয়ার তরফে। এই মুহুর্তে সিরিয়ায় ৪ লক্ষ নাগরিক আটকে পড়েছেন সেদেশে। হামলার জেরে পঙ্গু হয়ে গিয়েছেন অনেকে। এরকম এক পরিস্থিতিতে রাষ্ট্র সংঘ কী ভূমিকা নেয় সেদিকে তাকিয়ে সকলে।

English summary
UN warns against strike in Syria, says its War crimes likely committed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X