For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতকে টার্গেট করছে আইএসআইএস জঙ্গিরা, সতর্ক করল রাষ্ট্রপুঞ্জ

ভারতকে টার্গেট করছে আইএসআইএস, সতর্ক করল রাষ্ট্রপুঞ্জ

Google Oneindia Bengali News

ভারতকে টার্গেট করছে আইআইএস জঙ্গি সংগঠন। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে রাষ্ট্রপুঞ্জ। ভারতে সতর্ক করে জানানো হয়েছে যে আফগানিস্তানের প্রতিবেশি রাষ্ট্রগুলিকে টার্গেট করে এগোচ্ছে আইএসআইএস জঙ্গি সংগঠন। এই কাজে তাদের সহযোগিতা করছে তেহেরিক-এ-তালিবান পাকিস্তান।

আইএস নিশানায় ভারত

আইএস নিশানায় ভারত

আইএসআইএস জঙ্গি সংগঠনের নিশানায় রয়েছে ভারত। তেহেরিক-এ-তালিবান পাকিস্তান আইএস জঙ্গি সংগঠনকে এই কাজে সহযোগিতা করছে বলেও খবর পাওয়া গিয়েছে। রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে আফগানিস্তানে প্রবল প্রতিরোধের মধ্যে পড়েছে আইএস জঙ্গি সংগঠন। আবু বক্কর অল বাগদাদীর মৃত্যুর পর আরও কোন ঠাসা হয়ে গিয়েছে তারা। অস্তিত্ব রক্ষার তাগিদে এবার তাই আফগানিস্তানের বাইরের দেশ গুলিতে ডেরা তৈরি করতে শুরু করেছে এই জঙ্গি সংগঠন।

ভারতে আইএস মডিউল

ভারতে আইএস মডিউল

ভারতে গত কয়েক বছর ধরেই জেগে উঠেছে আইএস মডিউল। বিশেষ করে দক্ষিণের রাজ্য কেরলে আইএস মডিউলের সন্ধান মিলেছে। একাধিক যুবক কেরল ছেড়ে আইএস জঙ্গি সংগঠনে যোগ দিেয়ছে বলে খবর রয়েছে ভারতের গোয়েন্দাদের কাছে। ইতিমধ্যেই কেরলে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে আইএস মডিউলের সন্ধান পেয়েছে এনআইএ।

পাকিস্তানে ডেরা

পাকিস্তানে ডেরা

আফগানিস্তান থেকে কোনঠাসা হওয়ার পর থেকে সেখানকার তালিমান জঙ্গিরা ক্রমশ পাকিস্তানের সীমান্তের দিকে এসে আশ্রয় নিয়েছে। সীমান্তের একাধিক জায়গায় ডেরা করেছে জামাত উল আহরর, তেহেরিক-এ-তালিবান পাকিস্তান, লস্কর-এ-ইসলাম নামে জঙ্গি সংগঠন। যারা লাগাতাক পাক সীমান্তে নানা রকম নাশকতা চালিয়ে যাচ্ছে। প্রায় ২৫০০ জঙ্গি পাক সীমান্তে প্রশিক্ষণ নিয়ে তৈরি হচ্ছে। শুধু ভারত নয় এদের টার্গেট, পাকিস্তান, আজারবাইজান, কানাডা, ফ্রান্স, মালদ্বীপ, তুরষ্ক এবং উজবেকিস্তানে নাশকতা চালানো।

English summary
UN reports ISIS Terget India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X