For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রধানের

দিল্লি হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রধানের

Google Oneindia Bengali News

আর দেশের গণ্ডিতে আটকে রাখা গেল না দিল্লি হিংসার ঘটনা। নজর পড়েছে রাষ্ট্রপুঞ্জের। সংস্থার মানবাধিকার রক্ষা কমিশনের প্রধান দিল্লির হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এবং হিংসা দমনে পুলিসি নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন।

উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জে

উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জে

সিএএ বিরোধিতায় দিল্লিতে হিংসাত্মক আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার রক্ষা কমিশনের প্রধান মিশেল বাচলেট। দিল্লিতে হিংসা দমনে পুলিসের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেছেন তিনি। মিশেল ভারতের রাজনৈতিক নেতাদের হিংসা প্রশমিত করার অনুরোধ জানিয়েছেন। মিশেল জানিয়েছেন তিনি দিল্লির হিংসার খবর শুনে অত্যন্ত চিন্তিত। সেখানে মুসলিমদের উপর হামলা হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিস বল প্রয়োগ করলেও হিংসা নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ কেন করছে না এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

দিল্লিতে হিংসা

দিল্লিতে হিংসা

গত চার দিনে দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলন তীব্র হিংসাত্মক আকার নেয়। তাতে এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। পরিস্থিতি এখনও গরম হয়ে রয়েছে। উত্তর-পূর্ব দিল্লির চাঁদবাগ, জাফরাবাদ, মৌজপুরের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। সেখানে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা।

রাজনৈতিক চাপান উতর

রাজনৈতিক চাপান উতর

দিল্লির হিংসা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উতর। কংগ্রেস এবং আপ একযোগে এই পরিস্থিতির জন্য বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যকেই দায়ী করেছেন। দিল্লি হাইকোর্টেও বিজেপির চার নেতার বিরুদ্ধে উস্কানি মূলক মন্তব্যের অভিযোগ করা হয়েছে। অন্যদিকে আপ নেতার বিরুদ্ধে হিংসায় মতদের অভিযোগ করেছে বিজেপি। তার বাড়ি থেকে পেট্রোল বোমা, অ্যাসিড, পাথর উদ্ধার হয়েছে।

English summary
UN human right chief express concern over Delhi violence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X