রাষ্ট্রপুঞ্জে অর্থসঙ্কট, শনি–রবি বন্ধ নিউ ইয়র্কের সদর দফতর
আর্থিক সমস্যার কারণে শনি এবং রবিবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতর বন্ধ রাখা হবে। রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে টুইটারে এই ঘোষণা করা হয়েছে।

টুইটারে এও বলা হয়েছে, 'রাষ্ট্রপুঞ্জের নিয়মিত বাজেটে আপনার দেশ কি কোনও অবদান রেখেছে?’ রাষ্ট্রপুঞ্জের এক তথ্যে জানা গিয়েছে, ১৩১ টি সদস্য দেশ রাষ্ট্রপুঞ্জের নিয়মিত বাজেটে তাদের বকেয়া টাকা পরিশোধ করেছে। মোট ৩৪টি সদস্য দেশ রাষ্ট্রপুঞ্জের দেওয়া সময়ের মধ্যে বকেয়া টাকা মিটিয়েছে বলে জানা গিয়েছে। দশকের সব থেকে বড় অর্থসঙ্কটের কবলে পড়েছে রাষ্ট্রপুঞ্জ। তাই গত শুক্রবার প্রতিটি দফতর প্রধানকে বেশ কিছু কাটছাঁট করার আর্জি জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। গত সোমবার থেকে এই বিধিনিষেধ কার্যকর হয়েছে। ১১ অক্টোবর ভারতের রাষ্ট্রদূত তথা রাষ্ট্রপুঞ্জের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবারুদ্দিন জানিয়েছিলেন, ৩৫টি দেশের মধ্যে ভারতই রাষ্ট্রপুঞ্জকে সময়ের মধ্যে তার সব টাকা মিটিয়ে দিয়েছে। কানাডা, সিঙ্গাপুর, ভুটান, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড ও নরওয়েও তাদের বকেয়া টাকা সময়মতো রাষ্ট্রপুঞ্জকে দিয়ে দিয়েছে। ১৯৩টি দেশ রয়েছে রাষ্ট্রপুঞ্জের অন্তর্ভুক্ত। এ বছর ভারত ২৩,২৫৩,৮০৮ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১,৬৫৩,১৭৯,২১০) রাষ্ট্রপুঞ্জকে দিয়েছে বলে জানা গিয়েছে।
রাষ্ট্রপুঞ্জের ম্যানেজমেন্ট প্রধান ক্যাথরিন পোলার্ড শুক্রবার সাধারণ সভার বাজেট কমিটিকে জানান, ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১২৮টি বকেয়া ১৯৯ কোটি ডলার রাষ্ট্রপুঞ্জকে দিয়ে দিলেও এখনও ৬৫ দেশের বকেয়া মেটানো বাকি রয়েছে। তাদের মধ্যে রয়েছে আমেরিকাও। রাষ্ট্রপুঞ্জ ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে এখনও ১০০ কোটি ডলার পায় বলে জানিয়েছেন ক্যাথরিন।