For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে কয়লা খনি নিয়ে ভারতের পদক্ষেপে অবাক! মোদীর সিদ্ধান্ত নিয়ে কী বললেন রাষ্ট্রসংঘের প্রধান?

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের ফলে তৈরি হওয়া সংকটকে সুযোগ হিসেবে ব্যবহার করবে ভারত৷ দেশ আত্মনির্ভর হবে৷ আমদানির উপর নির্ভরশীলতাও কমবে৷ ১৮ জুন ৪১টি কয়লা খনির বাণিজ্যিক নিলামের উদ্বোধন করে একথা বলেছিলেনন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তবে করোনা আবহে ভারতের এই পদক্ষেপে অবাক রাষ্ট্রসংঘ।

করোনার সময় কয়লা নিয়ে পদক্ষেপের প্রয়োজন কী?

করোনার সময় কয়লা নিয়ে পদক্ষেপের প্রয়োজন কী?

এই বিষয়ে ভারতের নাম না করেই এদিন রাষ্ট্রসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস বলেন, 'আমি জানি না কোনও দেশের পক্ষে করোনা পরবর্তী পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে কীভাবে কয়লা খনি নিয়ে পদক্ষেপ প্রয়োজন। আমার মনে হয় এটা না করে যে সব পদক্ষেপে বিশ্বে আরও কম দূষণ হব সেই ক্ষেত্রে লগ্নি টানা উচিত।'

করোনা পূর্ববর্তী পরিস্থিতিতে ফিরতে পারি না আমরা

করোনা পূর্ববর্তী পরিস্থিতিতে ফিরতে পারি না আমরা

তিনি আরও বলেন, 'আমরা আবার সেই পরিস্থিতিতে ফিরে যেতে পারি না, যার কারণে আজ আমরা এখানে দাঁড়িয়ে। আমাদের উচিত আরও বেশি টেকসই, অন্তর্ভুক্তিমূলক, সমানাধিকার সম্পন্ন অর্থনীতি গড়ে তোলা।'

ভারতকে আত্মনির্ভর হতে শিখিয়েছে করোনা

ভারতকে আত্মনির্ভর হতে শিখিয়েছে করোনা

এর আগে প্রধানমন্ত্রী কয়লা খনি নিলামের সময় বলেছিলেন, 'করোনা সংকটকে সুযোগে পরিবর্তিত করবে ভারত৷ এই সংকট ভারতকে আত্মনির্ভর হতে শিখিয়েছে৷ আমদানির উপর থেকে নির্ভরশীলতা কমাবে ভারত৷ এনার্জি সেক্টরে ভারতকে আত্মনির্ভর করে তুলতে আজই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে৷ আমরা শুধুমাত্র কয়লা খনির বাণিজ্যিক নিলামের উদ্বোধনই করছি না কয়লা ক্ষেত্রকে বহু দশকের লকডাউন থেকে বের করে আনছি৷'

২০৩০-র মধ্যে ১০০ মিলিয়ন টন কয়লা গ্যাস উৎপাদন

২০৩০-র মধ্যে ১০০ মিলিয়ন টন কয়লা গ্যাস উৎপাদন

মোদী আরও বলেন, '২০৩০-র মধ্যে ১০০ মিলিয়ন টন কয়লা গ্যাস উৎপাদন হবে৷ এর জন্য চারটি প্রোজেক্টের বিষয়ে আমাকে জানানো হয়েছে৷ এই প্রোজেক্টগুলির জন্য ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে৷ দেশের ১৬টি জেলায় কয়লা ভাণ্ডার রয়েছে৷ এই জায়গাগুলিতে আধুনিক পরিকাঠামো তৈরি করা হবে৷'

<strong> ৫ লক্ষের অবাঞ্ছিত মাইলস্টোনের দোরগোড়ায় ভারত! করোনা সংক্রমণের নয়া রেকর্ডে আরও কাবু দেশ</strong> ৫ লক্ষের অবাঞ্ছিত মাইলস্টোনের দোরগোড়ায় ভারত! করোনা সংক্রমণের নয়া রেকর্ডে আরও কাবু দেশ

English summary
UN Chief said that he found no reason to include coal in coronavirus recovery plans indicating to India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X