বিশ্বমঞ্চে মাথা নত ভারতের, দিল্লিতে কৃষক 'অরাজকতার' নিন্দা এবার রাষ্ট্রসংঘের গলায়!
দিল্লিতে হিংসাত্মক কৃষক আন্দোলনের সমালোচনা করল রাষ্ট্রসংঘ৷ গতকাল কৃষকদের আন্দোলনের জেরে পুলিশের সঙ্গে যে খণ্ডযুদ্ধের ঘটনা ঘটে তারও সমালোচনা করা হয়েছে তাদের তরফে৷ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের এক মুখপাত্র এই প্রতিক্রিয়া দিয়েছেন৷ তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন, জমায়েত করার স্বাধীনতা এবং হিংসা না ছড়ানো খুবই গুরুত্বপূর্ণ৷

কৃষকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানী দিল্লি
উল্লেখ্য, মঙ্গলবার কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানী দিল্লি৷ উত্তেজনার মাঝেই দিল্লি পুলিশের ব্যারিকেড ভাঙা হয় কৃষকদের তরফে৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কৃষকরা৷ শেষে লালকেল্লায় কৃষকরা পতাকা তোলেন৷ এই নিয়ে সমালোচনায় সরব হয়েছেন অনেকেই৷

পুলিশের তরফে ২২টি এফআইআর করা হয়েছে
গতকালের ঘটনার জেরে একজনের মৃত্যু হয়েছে৷ ৩০০ জন পুলিশকর্মী আহত হয়েছেন৷ দিল্লি পুলিশের তরফে ২২টি এফআইআর করা হয়েছে৷ সেই প্রসঙ্গই উঠে এসেছে রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফানি দুজারিকের সাংবাদিক বৈঠকে৷ তিনি বলেন, 'অন্য ঘটনার মতো এই ক্ষেত্রে বলতে পারি শান্তিপূর্ণ প্রতিবাদ, জমায়েতের স্বাধীনতা ও অহিংসাকে সম্মান করা উচিত৷'

নভেম্বরের শেষ থেকে আন্দোলনে নামে ৪১টি কৃষক সংগঠন
কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বরে বাদল অধিবেশনে তিনটি নতুন কৃষি আইন পাশ করায়৷ নভেম্বরের শেষ থেকে আন্দোলনে নামে ৪১টি কৃষক সংগঠন৷ সংযুক্ত কিষান মোর্চা নামে একটি যৌথ মঞ্চ তৈরি করা হয়৷ আন্দোলনকারীদের দাবি, ওই তিনটি আইন কৃষক বিরোধী৷ তাই তা প্রত্যাহার করতে হবে৷ কৃষকদের সঙ্গে কেন্দ্রের আলোচনা চলছে৷ কিন্তু তার মধ্যেই মঙ্গলবার কৃষকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি।

ট্রাক্টর মিছিলে প্রায় ১০ হাজার বিক্ষোভকারী অংশ নেন
গতকাল তিনটি কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে দিল্লির ট্রাক্টর মিছিলে প্রায় ১০ হাজার বিক্ষোভকারী অংশ নেন৷ তাঁরা পুলিশের ব্য়ারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন৷ পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং লালকেল্লায় কৃষক সংগঠনের পতাকা তোলা হয়৷

শান্তিপূর্ণ মিছিলে 'সমাজবিরোধীরা' ঢুকে অশান্তির ঘটনা ঘটিয়েছে
এই গোটা ঘটনায় দিল্লি পুলিশ এখনও পর্যন্ত মোট ২২টি এফআইআর দায়ের করেছে। রাজধানীতে অশান্তির ঘটনায় যারা জড়িত ছিল, তাদের উপর থেকে নিজেদের হাত তুলে নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা৷ তাদের তরফে বলা হয়েছে, কৃষকদের শান্তিপূর্ণ মিছিলে 'সমাজবিরোধীরা' ঢুকে এই অশান্তির ঘটনা ঘটিয়েছে৷
