For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উমরাহ যাত্রীদের দেশে ঢুকতে দেওয়া হবে না! সাময়িক নিষেধাজ্ঞা জারি সৌদি আরবের

Google Oneindia Bengali News

উমরাহ করতে সৌদি আরবে যেতে পারবেন না যাত্রীরা। এমনই নির্দেশিকা জারি করা হল সেদেশের সরকারের তরফে। জানা গিয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে ওমরাহ যাত্রী ও মসজিদে ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় উমরাহ যাত্রীদের আটকানো হচ্ছে

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় উমরাহ যাত্রীদের আটকানো হচ্ছে

সৌদি সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা উমরাহ করতে যাচ্ছেন বা মদিনায় মসজিদে যেতে চাইছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

করোনা ভাইরাসের জেরে চিনে মৃত্যু মিছিল

করোনা ভাইরাসের জেরে চিনে মৃত্যু মিছিল

গত ৩১ ডিসেম্বর চিনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে করোনা ভাইরাস। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ৪৩টির বেশি দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চিনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। চিনে এই ভাইরাসে মৃতের সংখ্যা ক্রমেই ৩০০০-এর দিকে এগোচ্ছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে হয়েছে ৭৮ হাজারের বেশি।

অন্য দেশেও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ

অন্য দেশেও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ

এদিকে চিন্তার বিষয়, চিনের বাইরে বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বিভিন্ন দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সারা বিশ্বে এই ভাইরাসে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৯৬৭ জন এবং মারা গেছে দুই হাজার ৭৬৩ জন।

জাপান থেকে উদ্ধার করা হয়েছে ১১৯ জন ভারতীয়কে

জাপান থেকে উদ্ধার করা হয়েছে ১১৯ জন ভারতীয়কে

এদিকে দেশে ফেরানো হল জাপানের বিলাসবহুল জাহাজ ডায়মন্ড প্রিন্সেসে আটকে থাকা ১১৯ জন ভারতীয়কে। সঙ্গে নিয়ে আসা হয়েছে পাঁচ বিদেশিকেও। তাঁরা শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও পেরুর বাসিন্দা বলে জানা গিয়েছে। জাহাজে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় জাহাজটিকে জাপানের উপকূলে আলাদা করে রাখা হয়েছিল। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয়দের সরানোর কাজে সহায়তা করায় জাপান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

English summary
umrah pilgrims will not be allowed to enter saudi arab amid corona virus scare
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X