For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন যুক্তরাষ্ট্রে জোড়া খুন করে আত্মঘাতী এক বাঙালি কৃতী

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

লস অ্যাঞ্জেলস, ৩ জুন : এক বাঙালি বন্দুকবাজের কবলে পড়ে প্রাণ হারালেন দুই মার্কিন নাগরিক। অভিযুক্তের নামে মৈনাক সরকার। তিনি মিনেসোটার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে।

দুর্গাপুরে স্কুলজীবন কাটিয়ে খড়্গপুরে আইআইটি থেকে বি টেক পাশ করেন মৈনাক। এরপরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করার পরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইডি করছিলেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রে জোড়া খুন করে আত্মঘাতী এক বাঙালি কৃতী

অভিযোগ, নিজের পিএইচডি গাইডকে খুন করেছেন মৈনাক। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অধ্যাপক উইলিয়াম ক্লুগকে গুলি করে ঝাঁঝরা করে দিয়ে পরে নিজেও আত্মঘাতী হন মৈনাক।

মার্কিন পুলিশের দাবি, যে অধ্যাপককে গুলি করে খুন করেছেন মৈনাক, সেই অধ্যাপকের তত্ত্বাবধানেই ২০১৩ সালে গবেষণাপত্র জমা দেন তিনি। পরে বিবাদের জেরে তাঁকে খুন করেছেন এই বাঙালি।

অন্যদিকে মৈনাক ব্লগে অভিযোগ করেছিলেন, অধ্যাপক ক্লুগ তার কম্পিউটার কোড চুরি করে অন্যকে দিয়ে দিচ্ছেন। তার মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন মৈনাক। এই নিয়ে তার মধ্যে আক্রোশের জেরেই তিনি খুন করেছেন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, এই ঘটনার দু'দিন আগে মিনেসোটায় নিজের বান্ধবী অ্যাশলে হ্যাসটিকেও মৈনাক খুন করেন বলে অভিযোগ উঠেছে। তবে অধ্যাপক ক্লুগকে মারার আগে এই ঘটনা কেউ টের পায়নি বলে জানিয়েছে পুলিশ। মৈনাকের মিনেসোটার বাড়ি গিয়ে উদ্ধার হয় অ্যাশলের দেহ।

English summary
UCLA gunman Mainak Sarkar killed two in USA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X