For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০ রাশিয়ান বোমা নিস্ক্রিয় করতে সহযোগিতা, জেলেনস্কির কাছে পুরস্কার পেল ইউক্রেনের কুকুর

২০০ রাশিয়ান বোমা নিস্ক্রিয় করতে সহযোগিতা, জেলেনস্কির কাছে পুরস্কার পেল ইউক্রেনের কুকুর

  • |
Google Oneindia Bengali News

দেশভক্তির অনন্য নিদর্শন রেখেছে একটি ছোটো কুকুর৷ আড়াই বছর বয়সী এই কুকুরটি যুদ্ধের ময়দানে ২০০ টি রাশিয়ান বোম শনাক্ত করে প্রচুর মানুষের জীবন বাচিয়েছে ইউক্রেনে৷ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সাধারণ মানুষের সঙ্গেই তাল মিলিয়ে লড়ছে ইউক্রেনের একটি কুকুরও৷ প্যাট্রন নামের কুকুরটি ইতিমধ্যেই ২০০টি রাশিয়ান বোম নিস্ক্রিয় করায় সহযোগিতা করেছে৷ এবার ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে পুরস্কার পেল কুকুরটি৷

কী ভাবে এই অসম্ভবকে সম্ভব করেছে প্যাট্রন?

কী ভাবে এই অসম্ভবকে সম্ভব করেছে প্যাট্রন?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় দু'মাস অতিক্রান্ত৷ এখনও রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে ইউক্রেনের সেনাবাহিনী ও সাধারণ মানুষ৷ এই যুদ্ধে দেশের লড়াইয়ে সামিল একটি ছোট ২ বছরের কুকরও৷ সেনাবাহিনীর এই বিশেষ কুকুরটি বোমা চিহ্নিত করায় এক্সপার্ট৷ এবং প্যাটর্নের সেই দক্ষতাকে কাজে লাগিয়েই রাশিয়ার সেনাবাহিনীর ফেলা ২০০ টি বোমা খুঁজে সেগুলিকে নিস্ক্রিয় করেছে রাশিয়ার সেনাবাহিনী।

পদক দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রীও

পদক দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রীও

সোমবার ইউক্রেনের বোমস্কোয়াডের জওয়ানদের পুরস্কৃত করছিলেন রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার রাষ্ট্রপতি জাস্টিন ট্রুডোও৷ এই অনুষ্ঠানের ভিডিওতে দেখা গিয়েছে যে প্যাট্রনের নাম ঘোষণা হওয়ার পর সে লেজ নাড়তে নাড়তে ক্রমশ এগিয়ে আসছে মঞ্চের দিকে। যুদ্ধ পরিস্থির মধ্যেও এই ঘটনা অনেকের মুখে হাসি এনে দিয়েছে৷

কে এই প্যাট্রন?

কে এই প্যাট্রন?

ইউক্রেন সেনাবাহিনীতে নিযুক্ত মেজর মাইহেইলো ইলিভের পোষ্য কুকুর হল প্যাট্রন৷ দেখতে ছোটখাটো কুকুর প্যাট্রন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশেষভাবে সেনাবাহিনীর বোমস্কোয়াডের সদস্য৷

প্যাট্রন কে নিয়ে কী বলছেন জেলেনস্কি?

প্যাট্রন কে নিয়ে কী বলছেন জেলেনস্কি?

একটি টুইটে ইউক্রেনের রাষ্ট্রপতি লিখেছেন, আজ আমাদের বোম নিস্ক্রিয়কারী বীরদের পুরস্কার দেওয়া হল৷ এই তালিকায় রয়েছে একটি কুকুর প্যাট্রনও৷ ও শুধু বোম নিস্ক্রিয়করার কাজই করে না সঙ্গে ছোটো বাচ্চাদের শেখায় যেখানে বোম রয়েছে সেই সব এলাকায় কিভাবে চলাফেরা করতে হবে!

English summary
Ukrainian dog receives reward from President Zelensky for helping in defusing 200 Russian bombs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X