For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৮০ জন যাত্রী নিয়ে ইরানে ভেঙে পড়ল ইউক্রেনের বিমান ,চরম চাঞ্চল্য

  • |
Google Oneindia Bengali News

তেহরানের ইমাম খোমেনেনি বিমাবন্দর থেকে রওনা হওয়ার খানিক বাদই ভেঙে পড়ল ইউক্রেনের বিমান। ১৮০ জন যাত্রী নিয়ে রওনা হওয়া এই বিমান কেন ভেঙে পড়ল তা নিয়ে একাধিক তত্ত্ব উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, এই ভোররাতে ইরাকের ওপর ইরানের মিসাইল হামলার পর এই বিমান ভেঙে পড়ার ঘটনা নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয়েছে তোলপাড়।

 ইউক্রেনের বিমান ভেঙে পড়ল

ইউক্রেনের বিমান ভেঙে পড়ল


ইউক্রেনের বোইং ৭৩৭ বিমান ভেঙে পড়তেই সেখানে শুরু হয়েছে উদ্ধার কাজ। মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। ইউক্রেনের আন্তর্জাতিক বিমান পরিষেবার বাণিজ্য়িক বিমানের এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে উড়ানের কিছু পর থেকেই বিমানে আগুন দেখতে পাওয়া যায়।

 প্রাথমিক রিপোর্ট কী বলছে?

প্রাথমিক রিপোর্ট কী বলছে?

প্রাথমিক রিপোর্টের খবর অনুযায়ী, কোনও প্রযুক্তিগত ক্ষতির জন্য এমন কাণ্ড ঘটে গিয়েছে। প্রযুক্তিগত সমস্যার জেরেই বিমানটিতে আগুন লেগেছে। এদিকে, প্রাথমিকভাবে হতাহতের কোনও খবর না মিললেও, পরে জানা গিয়েছে, বিমানের সকল যাত্রী ও কেবিন ক্রিউয়েরই মৃত্যু হয়েছে।

এর আগে ইরানের হামলা ইরাকে

এর আগে ইরানের হামলা ইরাকে

এর আগে ,এদিন ভোর রাতে ইরানের তরফে হামলা চালানো হয়েছে ইরানে মার্কিন সেনার ঘাঁটি লক্ষ্য করে। সেই ঘটনার পর ট্রাম্প কোনও বড়সড় বক্তব্য পেশ করতে চলেছেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত সম্পাহের শুক্রবার বাগদাদে মার্কিন ড্রোন হামলায় হত্যা করা হয় ইরানের সেনবা প্রধান কাশেম সুলেমানিকে। এরপর থেকেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য।

English summary
Ukrainian Boeing 737 with 170 aboard crashes in Iran after takeoff, technical snag cited.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X