For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুদ্ধের আবহেই প্রধানমন্ত্রী মোদীকে 'ফর্মুলা'র কথা বললেন প্রেসিডেন্ট zelensky

আলোচনার বার্তা দিলেও ইউক্রেনের উপর লাগাতার আঘাত হানছে রাশিয়া ((russia)। যুদ্ধবিধ্বস্ত একাধিক শহরের ((ukraine) উপরে লাগাতার আঘাত হানছে রাশিয়ান এয়ারফোর্স। আর এর মধ্যেই কূটনৈতিক স্তরে আলোচনারে কথা বলছেন পুতিন।

  • |
Google Oneindia Bengali News

russia ukraine latest news: আলোচনার বার্তা দিলেও ইউক্রেনের উপর লাগাতার আঘাত হানছে রাশিয়া ((russia)। যুদ্ধবিধ্বস্ত একাধিক শহরের ((ukraine) উপরে লাগাতার আঘাত হানছে রাশিয়ান এয়ারফোর্স। আর এর মধ্যেই কূটনৈতিক স্তরে আলোচনারে কথা বলছেন পুতিন।

মোদীকে ফর্মুলার কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট zelensky

একই সঙ্গে তাঁর বার্তা, দ্রুত সমস্যার সমাধান করে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষের কথা বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

যদিও তাঁর এহেন আবেদনে এই মুহূর্তে বিশ্বাস করতে পারছেন না বিশ্বনেতারা। আর এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ( Pm Modi) ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (president zelensky)।

আজ সোমবার সন্ধ্যায় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয় বলে খবর। আর এই আলোচনার পরেই টুইট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেস্কি। আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনের আলোচনার বিষয়ে জানানো হয়েছে। পাশাপাশি G20 presidency নিয়েও ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন বলে টুইট করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

একই সঙ্গে টুইটে তিনি লিখছেন, এই মঞ্চে শান্তি ফর্মুলার কথা বলা হয়েছিল। আর তা সফল করতে ভারত যে বড় দায়িত্ব নেবে সে বিষয়ে তাঁর টুইটে আশা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মানবিক সহায়তা ও সমর্থনের জন্য রাষ্ট্রসংঘকেও ধন্যবাদ জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং Ukrainian President জেলেনস্কি ফোনালাম যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গেত গত অক্টোবর মাসেও তাঁর সঙ্গে একবার ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সময়ে দ্রুত যুদ্ধ শেষ হওয়ার কথা জেলেস্কিকে বলেছিলেন তিনি। এমনকি সংঘাতের কোনও সামরিক সমাধান হতে পারে না বলেও ইউক্রেনের মানুষের প্রতি বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র।

শুধু তাই নয়, যুদ্ধের প্রথমদিন থেকেই রাশিয়া এবং ইউক্রেনকে কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে সমস্যা সমধানের কথা বলে এসেছে ভারত। পাশাপাশি যুদ্ধ সংক্রান্ত কোনও বিতর্কেও জড়ায়নি ভারত। নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। পাশাপাশি শান্তি রাখতে ভারত যে কোনও ধরণের উদ্যোগে সামিল হতে তৈরি বলে বারবার জানিয়ে এসেছেন প্রধানমন্ত্রী।

এই অবস্থায় সামনেই গুরু দায়িত্ব ভারতের হাতে। জি-২০ সম্মেলনে। আর সেই মঞ্চে ভারত কি রাশিয়া এবং ইউক্রেন নিয়ে কি অনবস্থান নেয় সেদিকে তাকিয়ে বিশ্ব।

গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও। সেখানে একাধিক ইস্যুতে কথা হয়। আর সেখানে যুদ্ধ নিয়ে কূটনৈতিক স্তরে আলোচনার কথা বলেছেন মোদী।

English summary
Ukraine's President Zelensky called Narendra Modi, talks about peace formula
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X