For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুদ্ধে ১২ হাজারের বেশি রুশ সেনা প্রাণ হারিয়েছেন, দাবি ইউক্রেনের

যুদ্ধে ১২ হাজারের বেশি রুশ সেনা প্রাণ হারিয়েছেন, দাবি ইউক্রেনের

  • |
Google Oneindia Bengali News

রাশিয়া ইউক্রেনের সংঘাতের জেরে সোনার দাম থেকে শুরু করে তেল সব ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষের যেন মাথায় হাত। ইউক্রেনের লাখ মানুষ তাঁদের প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ড সহ অন্যান্য দেশে চলে গিয়েছে। অনেক ভারতীয় পড়ুয়া সুমিতে অনেকেই আটকে আছে। তাঁদের সরিয়ে আনার ব্যবস্থা করছে অপারেশন গঙ্গা। অনেক পড়ুয়া এখনও জানাচ্ছে। ইউক্রেনে শান্তি ফিরলে তাঁরা আবার ইউক্রেনে ফিরতে চায়। বিধ্বংস ইউক্রেনে ফিরে তাঁরা আর কী চিত্র ফিরে পাবে। এমনই প্রশ্ন অনেকের শিক্ষার্থীর মনে।

রাশিয়া ইউক্রেনের সংঘাত অব্যাহত

রাশিয়া ইউক্রেনের সংঘাত অব্যাহত

রাশিয়ার ইউক্রেনের সংঘাত অব্যাহত। এখন চলছে গোলাবর্ষন। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারী শুরু হয় রাশিয়ার অগ্রাসন। এই সংঘাতে ১২ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে জানা গিয়েছে। ইউক্রেনের সীমানা দিয়ে এখনও পর্যন্ত রাশিয়ার ১৫ হাজার সেনা যুদ্ধ ক্ষেত্রে প্রবেশ করেছে।

 প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কী জানা গেল

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কী জানা গেল

ইউক্রেনে প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে যুদ্ধ শুরু হওয়ার দিন থেকে ৭ মার্চ পর্যন্ত রাশিয়ার মোট ক্ষতি পরিমাণ নেহাত কম নয়। ক্ষতি হয়েছে ৩০৩টি ট্যাঙ্ক, ১০৩৬টি এপিভি, ১২০টি আরটি রালি সিস্টেম (কামান), ৫৬টি এমএলআরএস, ২৭টি বিমান, ৪৮টি যুদ্ধ বিমান, ৮০টি হেলিকপটার, ৩টি লাইট স্প্রীট বোর্ড, ৬০টি জ্বালানি ট্যাঙ্ক এবং ৬০টি ইউএলভি।

কী জানাল রাশিয়া

কী জানাল রাশিয়া

যদিও রাশিয়া ইউক্রেনে হতাহত তালিকা পর্যবেক্ষণ করেননি। এক সপ্তাহ আগে তাঁরা ৫০০ জন সৈন্যের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তবে এর থেকে বেশি তাঁরা আর মৃতের খবর দেননি।

 ইউক্রেনের প্রতিরক্ষা কর্তৃপক্ষের জানায়

ইউক্রেনের প্রতিরক্ষা কর্তৃপক্ষের জানায়

মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কাছে যুদ্ধের সময় একজন শীর্ষ রুশ জেনারেল নিহত হয়েছেন। ইউক্রেনের ডিফেন্স ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে ব্যক্তিকে মেজর জেনারেলে হিসেবে ভিটালি গেরাসিমডে নিযুক্ত করা হয়েছিল। যিনি রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিরেক্টর ৪১তম স্টাফ ছিলেন। তিনি ক্রিমিয়া ফিরে আসার জন্য এক পদকও পেয়েছিলেন।

 অনেক রুশ সেনা প্রাণ হারান

অনেক রুশ সেনা প্রাণ হারান

রাশিয়ার এই অগ্রাসন বেশ কয়েকজন রুশ সেনা কর্মকর্তারা প্রাণ হারিয়েছেন। এবং অনেকেই আহত হয়েছেন। তবে আর কত জনকে প্রাণ হারাতে হবে। তা বলা কঠিন।

'কেউ আমার মতো হয়ো না' নিউইয়র্কে কেন এই কথা বললেন মিস ইউনিভার্স হরনাজ?'কেউ আমার মতো হয়ো না' নিউইয়র্কে কেন এই কথা বললেন মিস ইউনিভার্স হরনাজ?

English summary
ukraine russia conflict 12 000 russian soldiers died in the war
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X