For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউক্রেনকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির মধ্যে রুশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর জরুরি বৈঠক

  • By Bbc Bengali

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
EPA
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

রুশ সৈন্যরা যেকোনো সময়ে আক্রমণের উদ্দেশ্যে ইউক্রেনের ভেতরে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন।

আজ শুক্রবার জেনেভায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাবরভের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেনের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মি. ব্লিনকেন তার উদ্বোধনী মন্তব্যে বলেন, "এখন এক গুরুত্বপূর্ণ মূহুর্ত। তবে যুক্তরাষ্ট্র এখনও শান্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।"

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র "আশা করে না আমাদের মধ্যে যে পার্থক্য এখানেই তার সমাধান হয়ে যাবে," বলেন তিনি।

তবে তিনি বলেন, কূটনীতির মাধ্যমে এই অবস্থা কাটানো যায় কি না সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন হয়তো সেটা সম্ভব হতে পারে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাবরভ বলেন, এই আলোচনায় বড় ধরনের কোন অগ্রগতি হবে বলে রাশিয়া আশা করেনি।

বৈঠক শেষে তারা দু'জনেই এই আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

কেন এই উত্তেজনা

ইউক্রেনের সীমান্তে রাশিয়া তাদের এক লাখ সৈন্য জড়ো করেছে। তবে আক্রমণের উদ্দেশ্যে রুশ সৈন্যরা ইউক্রেনের ভেতরে ঢুকে পড়তে পারে- এধরনের পরিকল্পনার কথা তারা প্রত্যাখ্যান করেছে।

বৈঠকে মি. ব্লিনকেন সতর্ক করে দেন রাশিয়া যদি এধরনের কিছু করে তাহলে তারা "ঐক্যবদ্ধ, দ্রুত এবং বড় ধরনের ব্যবস্থা" গ্রহণ করবেন।

বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মি. লাবরভ পশ্চিমা প্রতিরক্ষা জোট নেটোর বিরুদ্ধে অভিযোগ করেন যে এই জোট রাশিয়ার বিরুদ্ধে কাজ করছে।

আরো পড়তে পারেন:

হঠাৎ গুম হওয়া ব্যক্তিদের বাড়ি বাড়ি যাচ্ছে কেন পুলিশ?

নতুন বিধি-নিষেধে বন্ধ স্কুল-কলেজ, চলবে বাণিজ্য মেলা, বইমেলা ও বিপিএল

আগামীকাল থেকে দুই সপ্তাহ বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান

ফেসবুক মেসেঞ্জারে সাংকেতিক বার্তা বিনিময় ব্যবস্থা নিয়ে কেন এত বিতর্ক

এর আগে রাশিয়ার নিরাপত্তার দাবি জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যাতে প্রতিরক্ষা জোট নেটোতে যোগ দিতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে।

তিনি চান পূর্ব ইউরোপে পশ্চিমা এই প্রতিরক্ষা জোটের সামরিক তৎপরতাসহ সেখানে অস্ত্র সরবরাহ বন্ধ করা হোক। এই পূর্ব ইউরোপকে মস্কো তার নিজের ঘরের পাশের প্রভাব-বলয় বলে মনে করে।

রাশিয়া যখন ২০১৪ সালে ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করে নিজের সীমানায় ঢুকিয়েছে, তারপর থেকেই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার তীব্র দ্বন্দ্ব চলছে।

ইউক্রেনের সেনাবাহিনীকে লড়তে হচ্ছে নিজের দেশেই রুশ সমর্থনপুষ্ট বিদ্রোহীদের সঙ্গে।

এই সংঘাতে এ পর্যন্ত ১৪ হাজার মানুষ নিহত হয়েছে।

আরো পড়তে পারেন:

'কূটনৈতিক ও শান্তিপূর্ণ পথ নিতে' রাশিয়াকে যুক্তরাষ্ট্রের আহ্বান

'রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার অজুহাত পেতে ষড়যন্ত্র করছে‌‌'

নতুন নিষেধাজ্ঞা সম্পর্ক ছিন্ন করতে পারে, বাইডেনকে পুতিনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার শীর্ষ দুই কূটনীতিকের মধ্যে জেনেভায় এই বৈঠক হয়েছে দ্বিতীয়বারের মতো।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মি. ব্লিনকেন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে তার মিত্রদের সমর্থন জোগাড়ের চেষ্টা করেছেন।

বৃহস্পতিবার বার্লিনে তিনি এবিষয়ে ব্রিটিশ, ফরাসি এবং জার্মান কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা বলেছেন, মি. ব্লিনকেন রুশ পররাষ্ট্রমন্ত্রীকে উত্তেজনা কিছুটা কমিয়ে আনার জন্য একটা কূটনৈতিক সুযোগ দেবেন।

মাত্র গতকালই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালাবে বলেই তার ধারণা, তবে যদি রুশ অভিযান ছোট খাট আকারে হয়, তাহলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জবাবও মৃদু হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন। প্রেসিডেন্ট বাইডেনের এই কথায় অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি ক্ষুব্ধ হয়েছিলেন।

English summary
Ukraine: Russia and USA meets on table amid tension
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X