For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে রামায়ণের তুলনা টানলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

করোনার বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে রামায়ণের তুলনা টানলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

একজোট হয়ে ভয়ঙ্কর করোনা ভাইরাসের বিরুদ্ধে জয় পাওয়া সম্ভব। যেভাবে দীপাবলি অন্ধকারকে হারিয়ে আলোর জিত ঘোষণা করে, ঠিক একই ভাবে কোভিড ১৯-এর অবসানও হবে বলে বিশ্বাস করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তা বোঝাতে তিনি রামায়ণের সূত্রও তুলে ধরলেন।

করোনার বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে রামায়ণের তুলনা টানলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসের আবহে অন্তর্জালের মাধ্যমে বিশ্বে প্রভাব বিস্তার করেছে 'আইগ্লোবাল দিওয়ালি ফেস্ট ২০২০'। তারই উদ্বোধনী বক্তৃতায় করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্ববাসীর যুদ্ধকে লঙ্কার অধিপতি রাবণের সঙ্গে ভগবান রাম ও তাঁর স্ত্রী সীতার লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর কথায়, দুর্ধর্ষ রাবণকে হারিয়ে ঘরে ফেরা রাম ও সীতার পথে যেমন লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল, সেভাবে কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াই করার রাস্তা খুঁজে পাওয়া যাবে।

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী ভারতীয়রা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, তার প্রশংসা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারতীয় ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সাহসিকতা এবং আত্মত্যাগের কথাও স্মরণ করেছেন বরিস। তাঁর বিশ্বাস, আগামী দীপাবলি বিশ্ববাসীর মনে নতুন আশা সঞ্চার করবে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ কোটির কাছে পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে ১২ লক্ষেরও বেশি মানুষের। ভারত এবং ব্রিটেনে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৮৪ লক্ষ এবং ১১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। দুই দেশে যথাক্রমে ১ লক্ষ ২৬ এবং ৪৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

English summary
UK Prime Minister Boris Johnson gives example of Lord Ram and Sita to beat Covid-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X