For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুক্রাণুর চরম ঘাটতি ব্রিটেনে, প্রজনন কেন্দ্রগুলিতে গুণগত মানের অবনতি হবে আশঙ্কা বিশেষজ্ঞদের

Google Oneindia Bengali News

শুক্রাণুর চরম ঘাটতি ব্রিটেনে, প্রজনন কেন্দ্রগুলিতে গুণগত মানের অবনতি হবে আশঙ্কা বিশেষজ্ঞদের
ওয়াশিংটন, ৩০ জুন : চাহিদা প্রচুর থাকলেও শুক্রাণুর চরম ঘাটতি থাকায় বিপাকে পড়েছে ব্রিটেন। আর এই ঘাটতি সমস্যার মধ্যেও বাজারে টিকে থাকার জন্য প্রজনন কেন্দ্রগুলি নিম্ন মানের শুক্রাণু গ্রহণ করতে শুরু করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএফএস (ব্রিটিশ ফার্টালিটি সোসাইটি)। চাহিদা অনুযায়ী পরিষেবা দিতে বাইকে থেকে শুক্রাণু আমদানি করার হারও বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

বিবিসি-তে প্রকাশিত এক খবর অনুযায়ী, বিএফএস-এর চেয়ারম্যান ডাঃ অ্যালেন প্যাসে এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর আশঙ্কা, এই ঘাটতির বাজারেও গ্রাহকদের নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার জন্য শুক্রাণুদাতাদের থেকে নেওয়া শুক্রাণুর উর্বরতা নিয়ে আপস করতেও রাজি হয়ে যাবে কিছু কিছু প্রজনন কেন্দ্র।

ডাঃ প্যাসের কথায়, নিম্নমানের শুক্রাণু ব্যবহার করা হলে মহিলাদের ক্ষেত্রে সমস্যা আরও বেড়ে যাবে। কারণ সেক্ষেত্রে চিকিৎসার খরচ যে শুধু বেড়ে যাবে তাই নয়, নিম্ন মানের শুক্রাণু মহিলাদের ক্ষেত্রে ক্ষতিকারকও হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ডেনমার্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 'স্পার্ম ব্যাঙ্ক'ই সবচেয়ে গুরুত্বপূর্ণ শুক্রাণু সরবরাহকারী। এই ঘটনার ফলে রোগীদের সংখ্যা সীমিত হয়ে গিয়েছে, ফলে অপেক্ষার সময়টাও অনেকটা বেড়ে গিয়েছে। আর তার ফলে ঝুঁকিবহুল প্রচুর অনুশীলন মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।

ডাঃ প্যাসের কথায়, শুক্রাণুর যে ঘাটতি তৈরি হয়েছে ব্রিটেনে, তার ফলে প্রজনন কেন্দ্রগুলির অধিকাংশতেঅ শুক্রাণুর গুণগত মান প্রাধান্য পাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিনি জানিয়েছেন, এমনটাও হতে পারে যে, যে শুক্রাণুদাতারা টাকার জন্য দরজায় দরজায় গিয়ে শুক্রাণু বিক্রির জন্য অনুগ্রহ জানাবে তাদের শুক্রাণুর উর্বরতার মান যাচাই না করেই তা নিয়ে নিতে পারে প্রজনন কেন্দ্রগুলি। যা এই চিকিৎসাপদ্ধতিকে নিম্নগামী করে তুলবে বলে জানিয়েছেন ডাঃ প্যাসে।

এই প্রসঙ্গে লন্ডনের এক হাসপাতালের গর্ভধরাণ ইউনিটের বিশেষজ্ঞের কথায়, বাইরের 'স্পার্ম ব্যাঙ্ক'-এর কাছ থেকে শুক্রাণু নেওয়ার ক্ষেত্রে অনেক হাসপাতালই নির্ভরশীল। কিন্তু তবুও যা পরিস্থিতি তাতে হাসপাতালগুলিকে আরও বেশি সচেতন হতে হবে।

English summary
UK is facing a major sperm shortage that may be tempting fertility clinics to accept poorer quality sperm, worried experts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X