For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UK-India Week 2022: মুক্ত বাণিজ্যে আসবে বিনিয়োগের জোয়ার, অর্থনীতি চাঙ্গা তৎপরতা তুঙ্গে

UK-India Week 2022: মুক্ত বাণিজ্যে আসবে বিনিয়োগের জোয়ার, অর্থনীতি চাঙ্গা তৎপরতা তুঙ্গে

Google Oneindia Bengali News

মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে সরগরম শিল্প মহল। আগ্রহী হয়ে উঠেছেন রাজনৈতিক নেতারাও। সম্ভবত ডিসেম্বরেই শুরু হয়ে যাবে মুক্ত বাণিজ্য চুক্তি। তাতে বিপুল পরিমাণ বাণিজ্য আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থনীতিকে চাঙ্গা করতে তাতে আগ্রহ দেখাতে শুরু করেছে ভারত। মুক্ত বাণিজ্য চুক্তিতে ব্রিটেনের সঙ্গে ভারতের বাণিজ্য দ্বিগুণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের বাণিজ্য বাড়লে কর্মসংস্থানও বাড়বে। সেকারণেই ইউকে-ইন্ডিয়া উইকে সামিল হয়েছিলেন মন্ত্রী থেকে শিল্পপতি পলিসি মেকার সকলেই। এমনকী বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও উপস্থিত িছলেন।

UK-India Week 2022: মুক্ত বাণিজ্যে আসবে বিনিয়োগের জোয়ার, অর্থনীতি চাঙ্গা তৎপরতা তুঙ্গে

ভারত-ব্রিটেনের মধ্যে বাণিজ্য বাড়ার ইঙ্গিত
ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য বাড়ার বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে।তার মূলে রয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি। ডিসেম্বর থেকেই সেই চুক্তি কার্যকর হবে। এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। সেটা তৈরি হলে বিপুল বাণিজ্য আসতে চলেছে ভারতে। অর্থনীতি চাঙ্গা হবে। করোনার কারণে দেশে যে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে সেটা অনেকটাই কেটে যাবে। মনে করা হচ্ছে দীপাবলির আগে ভারতে বাণিজ্য আবার চাঙ্গা হয়ে উঠবে। তার অন্যতম কারণ হতে চলেেছ মুক্ত বাণিজ্য চুক্তি।

আলোচনায় সামিল মন্ত্রীরা
বাণিজ্যের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের দিকেও নজর রয়েছে সকলের। মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে ব্রিটেনের সঙ্গে ভারতের বাণিজ্য দ্বিগুণ হয়ে যাবে। তার ফলে ভারতের অর্থনীতি আরো চাঙ্গা হয়ে উঠেবে। সেকারণেই ইন্ডিয়া গ্লোবাল ফোরাম আয়োজিত আলোচনায় সামিল হয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে তাবর উদ্যোগপতিরা। ২৭ জুন থেকে শুরু হয়েছে এই আলোচনা সভা। এটি চলবে ১ জুলাই পর্যন্ত। ভারত সরকারে পক্ষ থেকে যেমন একাধিক প্রতিনিধি যোগ দিয়েছেন এবং দিচ্ছেন এই আলোচনা সভায় সেরকমও ব্রিটেন সরকারের পক্ষ থেকেও একাধিক প্রতিনিধি যোগ দিচ্ছেন এই আলোচনা সভায়। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও থাকবেন এই আলোচনা সভায়।

শিল্পে জোয়ার আনাই লক্ষ্য
এই আলোচনায় একদিকে যেমন মন্ত্রীরা থাকছেন তেমন থাকছেন উদ্যোগপতিরাও। সেকারণে একই মঞ্চে দুই পক্ষের সহাবস্থানে নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই একটা সপ্তাহ শিল্প মহলের নজরে থাকবে। কারণ দেশে বাণিজ্য আসলে কর্মসংস্থান বাড়বে নতুন করে কাজের ক্ষেত্র তৈরি হবে এখানে। এদিকে এই নিয়ে নতুন করে তোরজোর শুরু করে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীরা। মোদী সরকার দীপাবলির আগে ফের অর্থনীতিকে চাঙ্গা করার পরিকল্পনায় রয়েছেন বলে জানা গিয়েছে।

ইউকে- ইন্ডিয়া পুরস্কারের তালিকা এক নজরে

কারা কারা থাকছেন এই আলোচনা সভায়

এই আলোচনা সভায় ভারতের পক্ষ থেকে থাকছেন

  • বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য
  • কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বনমন্ত্রী ভূপন্দ্র প্রধান, কারিগরি শিক্ষামন্ত্রী রাজীব চন্দ্রশেখর, বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম কংগ্রেস সাংসদ শশী থারুর
  • ইশা ফাউন্ডেশনের কর্নধার সদগুরু
  • এছাড়াও ব্রিেটন সরকারের পক্ষ থেকে থাকছেন ঋষি সুনক ব্রিটিশ সরকারের চ্যান্সেলার
  • থাকছেন সাজিদ জাভেদ ব্রিটিশ সরকারের স্বাস্থ্য সচিব
  • থাকছেন অ্যান মেরি ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক শিল্প বোর্ডের সচিব
  • থাকবেন ব্রিটেনের বিনিয়োগ মন্ত্রী লর্ড জেরি গ্রিমস্টোন
  • এছাড়াও থাকছেন উদ্যোগপতিরা
  • সিওপি ২৬-র সভাপতি অলোক শর্মা, থ্রিভের সিইও এবং ফাউন্ডার অ্যারিয়ানা হাফিংটন, বিটির চিফ ডিিজটাল ও ইনোভেশন অফিসার হরমিত মেহতা, ওলার কো ফাউন্ডার ভাবিশ আগরওয়াল এবং টাটা কনসাল্টন্সি সার্ভিসের ব্রিটেন ও আয়ার ল্যান্ডের প্রধান অমিত কাপুর।

আর কারা অংশ নিচ্ছেন তার তালিকা এক নজরে

জেনে নিন ইউকে-ইন্ডিয়া প্রোগ্রামের সূচি

English summary
UK-India Week 2022: Free Trade Agreement negotiations talk with ministers and anylysis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X