For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুক্তরাজ্য-ভারত কনক্লেভ ২০১৮ সমাপ্তি অনুষ্ঠান রঙিন হয়ে উঠল তারকা মেলায়

যুক্তরাজ্য-ভারত কনক্লেভে অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। শুধু ব্যবসা জগতের তারকারাই নয়, বলিউড তারকাদের আগমনেও এই অনুষ্ঠান বর্ণময় হয়ে উঠল।

  • |
Google Oneindia Bengali News

যুক্তরাজ্য-ভারত কনক্লেভে অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। শুধু ব্যবসা জগতের তারকারাই নয়, বলিউড তারকাদের আগমনেও এই অনুষ্ঠান বর্ণময় হয়ে উঠল। এই অনুষ্ঠানে শুধু উদ্যোগপতিদেরই নয়, উল্লেখযোগ্য অবদান রাখা প্রতিষ্ঠানকেও সম্মান জানানো হয়েছে। ব্রিটেন-ভারত সম্পর্ককে এই অনুষ্ঠান অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে বলে উদ্যোক্তারা মনে করছেন।

যুক্তরাজ্য-ভারত কনক্লেভ ২০১৮ সমাপ্তি অনুষ্ঠান রঙীন হয়ে উঠল

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই দেশের ৪০০ জন সিনিয়ন উদ্যোগপতি, রাজনীতিক, কূটনীতিক, সাংবাদিক, শিল্প ও কলার সঙ্গে যুক্ত সফল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরস্কারের বিচারক প্যানেলে ছিলেন ব্যবসায়ী সুনীল ভারতী মিত্তল, সাংসদ প্রীতি প্যাটেল, ব্যারি গার্ডিনার ও লর্ড মারল্যান্ড।

যুক্তরাজ্য-ভারত কনক্লেভের সমস্ত ছবি একনজরে

অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় উদ্যোগপতি মনোজ লাডওয়া এই সম্মেলনের উদ্যোক্তা। দুই দেশের সম্পর্ক আগামিদিনে অন্য উচ্চতায় পৌঁছবে বলেও তিনি আশাপ্রকাশ করেন।

যুক্তরাজ্য-ভারত কনক্লেভে পুরস্কার প্রাপকদের তালিকা

  • এসবিআই স্পনসর্ড ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যাওয়ার্ড : লন্ডন স্টক এক্সচেঞ্জ, নিখিল রাঠী কালেক্টেড অ্যাওয়ার্ড
  • ল ফার্ম অব দ্য ইয়ার : ট্রাইলিগ্যাল, ভারতের ল ফার্ম
  • কনসালটেন্সি ফার্ম অব দ্য ইয়ার : সন্নম ৪, গ্লোবাল কনসালটেন্সি ফার্ম, সন্নম এস৪
  • মিডিয়া আর্টস অ্যান্ড কালচার অ্যাওয়ার্ডস পার্টিশন মিউজিয়াম - গ্রহণ করেছেন অদিতি কিশ্বর দেশাই
  • পিআর ফার্ম অব দ্য ইয়ার স্টারলিং মিডিয়া - গ্রহণ করেছেন নাতাস মুধর
  • সায়েন্স ইনোভেশন অ্যান্ড টেক অ্যাওয়ার্ড কার্বন ক্লিন সলিউশনস - গ্রহণ করেছেন অনিরুদ্ধ শর্মা
  • সান গ্লোবাল ডিল অব দ্য ইয়ার ইউকে আইআরইডিএ - গ্রহণ করেছেন সতীশ কুমার ভার্গব
  • ট্রে প্রোমোশন অ্যান্ড ইনভেস্টমেন্ট অর্গানাইজেশন অব দ্য ইয়ার : ম্যাঞ্চেস্টার ইন্ডিয়া পার্টনারশিপ
  • প্রফেশনাল অব দ্য ইয়ার : পার্টনার অ্যান্ড হেড অব ইমিগ্রেশন অ্যাট পেনিংটন ম্যাঞ্চেস
  • স্যোশাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড অব ইয়ার - স্ট্যান্ডার্ড চার্টার্ড - করেন রাম - স্যোশাল ইমপ্যাক্ট
  • যুক্তরাজ্য-ভারত সম্পর্ক অ্যাওয়ার্ড - ব্রিটিশ কাউন্সিল ইন্ডিয়া - গ্রহণ করেছেন অ্যালান গ্রেমেল
  • গ্লোবাল ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড - শিল্পা শেট্টি কুন্দ্রা
English summary
UK-India Week 2018: Global Indian icon award goes to Shilpa Shetty
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X