For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুক্তরাজ্য-ভারত সপ্তাহ দুই দেশের সম্পর্ককে অন্য উচ্চতায় তুলে ধরবে

যুক্তরাজ্য-ভারত সপ্তাহ শুরু হচ্ছে ১৮ জুন। চলবে ২২ জুন পর্যন্ত। সেখানে দুই দেশের আধিকারিকেরা মিলিত হবেন ও দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সোপান তৈরি করবেন।

  • |
Google Oneindia Bengali News

যুক্তরাজ্য-ভারত সপ্তাহ শুরু হচ্ছে ১৮ জুন। চলবে ২২ জুন পর্যন্ত। সেখানে দুই দেশের আধিকারিকেরা মিলিত হবেন ও দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সোপান তৈরি করবেন।

যুক্তরাজ্য-ভারত সপ্তাহ দুই দেশের সম্পর্ককে অন্য উচ্চতায় তুলে ধরবে

১৮ জুন সোমবার যুক্তরাজ্য-ভারত সপ্তাহের উদ্বোধন তাজ বাকিংহ্যাম গেট হোটেলে করবেন আন্তর্জাতিক ট্রেড সেক্রেটারি লিয়াম ফক্স, এমিলি ফর্নবেরি ও সেক্রেটারি অব স্টেট ফর ডিজিটাল, কালচার, মিডিয়া, স্পোর্ট ম্যাট হ্যানকক।

শুক্রবার সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকবেন লন্ডনের মেয়র সাদিক খান, বিদেশমন্ত্রী মার্ক ফিল্ড। ২০-২১ জুন যুক্তরাজ্য-ভারত কনক্লেভে উচ্চ পর্যায়ের আলোচনা হবে। ডেমোক্র্যাট পার্টি নেতা ভিন্স কেবল, প্রাক্তন বিদেশ সচিব প্রীতি প্যাটেল, শ্যাডো সেক্রেটারি অব স্টেট ফর ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ব্যারি গার্ডিনাররা বক্তা হিসাবে উপস্থিত থাকবেন।

২০-২১ জুন হতে চলা পঞ্চম যুক্তরাজ্য-ভারত লিডারশিপ কনক্লেভ একটি স্মরণীয় ইভেন্ট হতে চলেছে। এতে থাকবেন ভারতের সিনিয়র রাজনৈতিক নেতৃত্ব ও উদ্যোগপতিরা। যার সঙ্গে থাকবেন সিআইআই ও ফিকি-র প্রেসিডেন্টরা। তাঁরা ব্রেক্সিটের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। দুই দেশের ২০০ জনের বেশি অতিথি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

য়শবর্ধন সিনহা, লন্ডনের ভারতীয় হাইকমিশনার প্রথম দিন কনক্লেভের বক্তা। এর পাশাপাশি ভারতীয় অর্থনীতি নিয়ে বক্তব্য রাখবেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার।

এই অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে থাকা ইন্ডিয়া আইএনসি আমন্ত্রণ জানাবে বিজয় চুথাইওয়ালে, বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত, রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে।

বাকিংহ্যামশায়ারের দি ভেরে লাতিমার এস্টেটে হওয়া এই কনক্লেভ ব্রেক্সিট পরবর্তী ব্রিটেন ও গ্লোবাল ইন্ডিয়ার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা বাতলানোর প্রচেষ্টা করবে। ডেইলিহান্ট, ভারতের #১ নম্বর খবর ও স্থানীয় ভাষার কনটেন্ট অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম এই ইভেন্টের সরকারি মিডিয়া পার্টনার।

জস হার্ডি, কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির ডেপুটি ডিরেক্টর জেনারেলের সঙ্গে বক্তা হিসাবে থাকবেন সিআইআই ও ফিকি-র শীর্ষ আধিকারিকেরা।

গ্লোবাল ইনভেস্টমেন্ট ফোরামের পাশাপাশি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে :

প্রযুক্তি ও উদ্ভাবনে হাতে হাত মিলিয়ে স্মার্ট ও সুরক্ষিত শহর গড়া, উদ্যোক্তা ফিকি

ভারত-যুক্তরাজ্যের লুকোনো সফট পাওয়ার , যে অনুষ্ঠানের সঞ্চালক ভারতীয় অভিনেতা বিবেক ওবেরয়

দ্য ফিউটার অব এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কোঅপারেশন, সঞ্চালক ব্যারি গার্ডিনার, সহযোগিতায় হিরো ফিউচার এনার্জিস

মূল্যবোধ, গণতন্ত্র ও দুর্নীতি নিয়ে আলোচনা থাকছেন প্রাক্তন যুক্তরাজ্য ট্রেড এনভয় লর্ড জোনাথন মারল্যান্ড

ওলা ক্যাব সঞ্চালনা করছে 'দ্য ফিউচার মোবিলিটি অ্যান্ড ইন্ডিয়া'স অ্যাসপিরেশন টু বি এ গ্লোবাল হাব ফর ইলেকট্রিক ভেহিকলস'

ইনফোসিসের 'আ ইয়ং লিডার্স ফোরাম'

ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট হোস্ট করছে দুই দেশে কাজ করা চ্যারিটেবল ট্রাস্ট, দুই দেশের কোম্পানিগুলিকে নিয়ে বৈঠক

মনোজ লাডওয়া, যুক্তরাজ্য-ভারত সপ্তাহের ও ইন্ডিয়া আইএনসি-র প্রতিষ্ঠাতা বলেছেন :

ব্রেক্সিটের পরে ব্রিটেনের নতুন পরিচয়ের সুযোগ এদিকে ভারত সবচেয়ে দ্রুতলয়ে বাড়তে চলা অর্থনীতির দেশ, গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশ যাঁরা বিশ্বের সেরা অর্থনৈতিক শক্তি হওয়ার দরজায় কড়া নাড়ছে।

যুক্তরাজ্য-ভারত সপ্তাহ অনুঘটক হবে দুই দেশের ব্যবসা, সাংষ্কৃতিক আদানপ্রদানের এবং যা বিশ্বজনীন সমস্যার একসঙ্গে মোকাবিলা করবে। দুই দেশই বিশ্ব মানচিত্রে সমান ভাবে উজ্জ্বল। নিজের দেশে ও সারা বিশ্বে বানিজ্য, মূল্যবোধ, প্রযুক্তির ভাব বিনিময় করেছে দুই দেশই।

যুক্তরাজ্য-ভারত সপ্তাহ দুই দেশের সম্পর্ককে অন্য উচ্চতায় তুলে ধরবে

রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনা ছাড়া কনক্লেভে দুই দেশের সাংষ্কৃতিক বিষয় নিয়েও আলোচনা হবে। এছাড়া আন্তর্জাতিক যোগ দিবসের দিন উদযাপন করতে সকালে যোগ ব্যায়ামের সেশনও থাকবে।

যুক্তরাজ্য-ভারত সপ্তাহ ২০১৮-র পুরো প্রোগ্রামের আপডেট পেতে ফলো করুন নিচের লিঙ্ক

https://www.indiaincgroup.com/uk-india-week-2018/UK-India-week-programme.pdf

মিডিয়া কনক্লেভে একাধিক ঘোষণাও হতে চলেছে। আরও তথ্যের জন্য যোগাযোগ করুন :

হ্যানা এরোস্তি

+৪৪ ২০ ৭১৯৯ ২২০০
[email protected]

কনক্লেভে ইন্টারভিউ নেওয়া যাবে এই বক্তাদের

রসেশ শাহ, চিফ এক্সিকিউটিভ, এডেনওয়েইস গ্রুপ অ্যান্ড প্রেসিডেন্ট, ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

রাকেশ ভারতী মিত্তল, ভাইস চেয়ারম্যান, ভারতী এন্টারপ্রাইস অ্যান্ড প্রেসিডেন্ট অব কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি

চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর জেনারেল, ডিরেক্ট জেনারেল সিআইআই

পরম শাহ, ইউকে ডিরেক্টর, ফিকি

রাহুল মঞ্জল, চেয়ারম্যান হিরো ফিউচার এনার্জিস

বিবেক ওবেয়, অভিনেতা, ব্যবসায়ী

মনোজ বদালে, চেয়াম্যান ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট

লর্ড জীতেশ ঘড়িয়া, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার ও নন অ্যাফিলিয়েটেড মেম্বার অব হাউস অব লর্ডস

বিজয় চৌথাইওয়ালে, ইনচার্জ ফরেন অ্যাফেয়ার্স, বিজেপি

স্বপন দাশগুপ্ত, সাংসদ

লর্ড মারল্যান্ড, চেয়ারম্যান অব দ্য কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল

প্রিয়া গুহ, ইকোসিস্টেম জেনারেল ম্যানেজার, রকেটস্পেস

বিশাল জোনেজা, হেড অব অপারেশনস, লেভেল ৩৯

মোহিত জোশী, প্রেসিডেন্ট ইনফোসিস

যুক্তরাজ্য-ভারত সপ্তাহ সম্পর্কে

যুক্তরাজ্য-ভারত সপ্তাহ (১৮-২২ জুন) উদযাপন করছে দুই দেশের মজবুত সম্পর্ককে। একইসঙ্গে ভবিষ্যতের সুযোগ গুলিকেও ঝালিয়ে নিতে চাইছে। পঞ্চম যুক্তরাজ্য-ভারত বার্ষিক লিডারশিপ কনক্লেভ (২০-২১ জুন) একটি ল্যান্ডমার্ক ইভেন্ট। বেক্সিট পরবর্তী ব্রিটেন ও গ্লোবাল ভারতের কৌশলগত পার্টনারশিপে এটি সাহায্য করবে।

যুক্তরাজ্য-ভারত সপ্তাহ শুরু হবে 'দ্য হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন ইউকে ইন্ডিয়া রিলেশনস' এর দ্বিতীয় সংষ্করণের প্রকাশ দিয়ে। যা শুরু হবে ১৮ জুন। অনুষ্ঠান শেষ হবে যুক্তরাজ্য-ভারত পুরস্কার (২২ জুন) দিয়ে যা দুইদেশের সুসম্পর্ককে তরান্বিত করবে।

ইন্ডিয়া আইএনসি সম্পর্কে

ইন্ডিয়া আইএনসি একটি লন্ডনস্থিত মিডিয়া হাউস যাঁরা ভারতের বিনিয়োগ, বানিজ্য, নীতিগত সিদ্ধান্ত কৌশলগত অ্যাজেন্ডা নিয়ে কনটেন্ট তৈরি করে। এঁদের পাবলিকেশন ইন্ডিয়া গ্লোবাল বিজনেস একটি পাক্ষিক প্রকাশনা যার পাঠকসংখ্যা সারা বিশ্বে লক্ষাধিক।

এর পাশাপাশি ইন্ডিয়া আইএনসি যুক্তরাজ্য-ভারত লিডারশিপ কনক্লেভ, যুক্তরাজ্য-ভারত পুরস্কার এবং 'গো গ্লোবাল' ট্রেড ইনভেস্টমেন্ট ফোরামের উপরে ইভেন্ট আয়োজন করে।

২০১১ সালে www.indiaincgroup.com গ্রুপটি তৈরি করেন উদ্যোগপতি মনোজ লাডওয়া।

English summary
UK & India leaders to convene for high-level engagements atinaugural UK-India week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X