দেশে প্রত্যাপর্ণ না করতে চাওয়ার আর্জি খারিজ বিজয় মালিয়ার, একধাপ এগোল ভারত
করোনা সংক্রমণে কাবু ব্রিটিশ যুক্তরাজ্য। দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২০ হাজারের বেশি। মারা গিয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ। করোনা সংক্রমণের শিকার স্বয়ং দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন। এই অবস্থায় লিকার ব্যারন বিজয় মালিয়ার চিন্তা বাড়িয়ে দিল ব্রিটেনের এক হাইকোর্টের রায়। ভারতে প্রত্যাপর্ণের বিরুদ্ধে ইংল্যান্ড ও ওয়েলসের হাইকোর্ট আর্জি জানিয়েছিলেন প্রাক্তন কিংফিশার কর্তা বিজয় মালিয়া। সোমবার তাঁর সেই আবেদন পত্রপাঠ খারিজ করেন লন্ডনের রয়্যাল কোর্টের বিচারপতি স্টিফেন আরউইন ও এলিজাবেথ লায়িং। ফলে এদেশে লিকার ব্যারনকে ফেরানোর ব্যাপারে আরও একধাপ এগিয়ে গেল ভারত সরকার। এরপরে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মামলাটি ইউকের হোম সেক্রেটারি প্রীতি প্যাটেলের কাছে যেতে পারে।

বিজয় মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি অর্থ তছরুপের মামলা রয়েছে। ৬৪ বছরের প্রাক্তন কিংফিশার এয়ারলাইন্সের কর্তা এ বছরের ফেব্রুয়ারিতে ভারতে প্রত্যাপর্ণ না করতে চেয়ে আবেদন করেন। কিন্তু আবেদন তাঁর খারিজ করে দেওয়া হয়। বিজয় মালিয়া ভারতের ১৩টি ব্যাঙ্ক থেকে প্রায় ৯০০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা না মিটিয়েই দেশ ছাড়েন বিজয় মালিয়া। তাঁকে দেশে ফেরাতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার। ২০১৬ সালের মার্চে ব্রিটেনে পাড়ি জমান লিকার ব্যারন।
এরপর অবশ্য ১৪ দিনের মধ্যে ইংল্যান্ডের সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন বিজয় মালিয়া। সেখানে ব্যর্থ হলে তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করবে ভারত। বিজয় মালিয়ার প্রত্যার্পণ সম্পূর্ণ হলে তা নরেন্দ্র মোদী সরকারের বড় জয় হবে বলে মনে করা হচ্ছে।
