For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেপ্টেম্বর পর্যন্ত মুলতুবি পিএনবি প্রতারণা কাণ্ডে নীরব মোদী প্রত্যার্পণ মামলা

সেপ্টেম্বর পর্যন্ত মুলতুবি পিএনবি প্রতারণা কাণ্ডে নীরব মোদী প্রত্যার্পণ মামলা

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় মুদ্রায় প্রায় তেরো হাজার সাতশো কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর বিচার চলছে ব্রিটেনে। সূত্রের খবর, বর্তমানে দেশে ক্রমবর্ধমান করোনা সঙ্কটের জেরে বৃহস্পতিবার ব্রিটেনের আদালত এই মামলা আপাতত মুলতুবির সিদ্ধান্ত নিয়েছে। পুনরায় বিচার শুরু হবে ৭ই সেপ্টেম্বর থেকে।

লন্ডনের আদালতে চলছে মামলা

লন্ডনের আদালতে চলছে মামলা

আন্তর্জাতিক সূত্রে খবর, ওয়েস্টমিনস্টার জেলাশাসকের আদালতে বিচারক স্যামুয়েল গুজি ১১ই জুন নীরব মোদিকে লন্ডনের ওয়্যান্ডসওয়ার্থ কারাগার থেকে ভিডিওকনফারেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়ায় যোগ দেওয়ার আদেশ দেন। ৪দিনের একপাক্ষিক বিচারপ্রক্রিয়ার শেষে বিচারক জানান, "আশা করছি সেপ্টেম্বর আসতে আসতে কারাগার থেকে বেরোনোর ব্যাপারে নিষেধাজ্ঞা লঘু হবে। ফলত নীরব মোদি সশরীরে বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। মহামারীর জেরে বিচার প্রক্রিয়ায় যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আশা করি তা শীঘ্রই কাটিয়ে ওঠা সম্ভব হবে।"

নতুন তথ্য প্রামাণ দাখিলের জেরেও বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ

নতুন তথ্য প্রামাণ দাখিলের জেরেও বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ

এদিকে গত বছরই তাঁর প্রত্যর্পণের আবেদন জানিয়ে ব্রিটেনকে চিঠি দেয় ভারত সরকার। পরবর্তীতে সেই আবেদন স্বীকৃতও হয়। গতবছরই তাঁর গ্রেফতারির পর থেকে লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগারে রয়েছেন ৪৯ বছর বয়সী এই অভিযুক্ত। সূত্রের খবর, প্রথম ক্ষেত্রে প্রাথমিক দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে নীরব মোদির মামলাটিকে সাজানো হলেও বুধবার ভারত সরকার কিছু আরও কিছু 'দৃঢ় সমর্থন সূচক প্রমাণ' দাখিল করায় মামলার দিনক্ষণ পিছিয়ে যায়।

৭ই সেপ্টেম্বরের পর পুনরায় চালু হতে পারে বিচার প্রক্রিয়া

৭ই সেপ্টেম্বরের পর পুনরায় চালু হতে পারে বিচার প্রক্রিয়া

এক্ষেত্রে বিচারক এটাও জানান যে, নীরব মোদির আইনজীবীর দলকে প্রমাণ সওয়াল জবাবের জন্য আরও সময় দেওয়া উচিত। এছাড়াও ভারত সরকারের অভিযোগের উপর ভিত্তি করে, নীরব মোদির বিরুদ্ধে 'প্রমাণ লোপাট' ও 'খুনের হুমকি' সংক্রান্ত মামলাটি আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকায় বিচারক সর্বসম্মতিক্রমে ৭ই থেকে ১১ই সেপ্টেম্বরের মধ্যে বিচার প্রক্রিয়া চালু করার কথা বলেছেন।

মোদির ব্যবসাকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টায় ডঃ রিচার্ড টেলর

মোদির ব্যবসাকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টায় ডঃ রিচার্ড টেলর

বৃহস্পতিবার নীরব মোদির আইনজীবী ক্লেয়ার মন্টগোম্যারি হিরে বিশেষজ্ঞ ডঃ রিচার্ড টেলরকে আদালতে পেশ করেন। ডঃ রিচার্ড বিস্তারিতভাবে ভারতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে মোদীর হিরে সংস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রমাণ করার চেষ্টা করেন। অপরপক্ষে ভারত সরকারের পক্ষে দ্য ক্রাউন প্রসিকিউশন সার্ভিস(সিপিএস) ডঃ রিচার্ডের দাবিকে নস্যাৎ করে। সিপিএসের মতে, গয়না থেকে হিরে ও মুক্তো পুনরায় খুলে নিয়ে তা আবার বিক্রি করে যে অবিরাম ঘুরপথে ব্যবসা চালাচ্ছিল মোদীর সংস্থা, তা কোনোমতেই বিশ্বাসযোগ্যতার আওতায় পড়ে না।

কারাগার থেকেই বিচার প্রক্রিয়ায় অংশ নিলেন নীরব মোদি

কারাগার থেকেই বিচার প্রক্রিয়ায় অংশ নিলেন নীরব মোদি

গত বছরের মার্চ থেকে ওয়্যান্ডসওয়ার্থ কারাগারে বন্দি নীরব মোদী। এদিন কারাগারের একটি ঘর থেকেই মোদি বিচার প্রক্রিয়ায় অংশ নেন। এদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যঙ্কের অভিযোগ, ব্যাঙ্কের একটি সুবিধাকে কাজে লাগিয়ে মোদীর সংস্থা আর্থিক জালিয়াতি করে। যার জেরে খোয়া যায় প্রায় তেরো হাজার সাতশো কোটি টাকা। এরপরেই গত বছরের ১৯শে মার্চ তাকে গ্রেফতার করা হয়। ভারত সরকারের মামলার তথ্য অনুযায়ী, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কিছু কর্মীও এই ষড়যন্ত্রের সাথে জড়িত।

মিলবে খাদ্য সুরক্ষা, কৃষক–হকারদের দেওয়া হবে আর্থিক সুবিধা: ‌সীতারমনের বৈঠকের পর মন্তব্য মোদীর মিলবে খাদ্য সুরক্ষা, কৃষক–হকারদের দেওয়া হবে আর্থিক সুবিধা: ‌সীতারমনের বৈঠকের পর মন্তব্য মোদীর

English summary
Nirav Modi extradition case pending in PNB fraud case till September, UK court orders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X