For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যৌন হয়রানির অভিযোগের তদন্ত করবে উবার

অনলাইন পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবার বলছে তাদের কর্মীদের যৌন হয়রানির অভিযোগের জরুরি তদন্ত করবে তারা। সম্প্রতি উবারে যেসব নারী কর্মীরা কাজ করেন তাদের প্রতি আচরণ নিয়ে বেশ বিতর্ক হচ্ছে।

  • By Bbc Bengali

দক্ষিণ এশিয়ার ৩৩তম শহর হিসেবে ঢাকায় কার্যক্রম শুরু করে উবার
Reuters
দক্ষিণ এশিয়ার ৩৩তম শহর হিসেবে ঢাকায় কার্যক্রম শুরু করে উবার

অনলাইন পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবার বলছে তাদের কর্মীদের যৌন হয়রানির অভিযোগের জরুরি তদন্ত করবে তারা।

উবারের একজন সাবেক প্রকৌশলী সুসান ফ্লাওয়ার তাঁর ব্লগে যৌন হয়রানির অভিযোগ করেন।

এই অভিযোগের প্রেক্ষাপটে উবারের প্রধান ট্রাভিস কালানিক এক বিবৃত্তিতে বলছেন তিনি যেটা বর্ণনা করেছেন সেটা জঘন্য এবং উবারের বিশ্বাস ও মূল্যবোধের পরিপন্থী।

তিনি বলেছেন "যদি কেউ এমনটা করে থাকে বা সমর্থন দেয়, তাহলে তাকে বরখাস্ত করা হবে"।

সম্প্রতি উবারে যেসব নারী কর্মীরা কাজ করেন তাদের প্রতি কোম্পানির কর্তাব্যক্তিদের আচরণ নিয়ে বেশ বিতর্ক হচ্ছে।

এরই মধ্যে মিজ ফ্লাওয়ার এর এই ব্লগ পোস্ট সেই আলোচনাকে উসকে দিয়েছে।

স্যান-ফ্রান্সিসকো ভিত্তিক এই কোম্পানিতে যোগ দেয়ার পর পরেই তাঁর নতুন ম্যানেজার অশোভন আচরণ করেন বলে তিনি জানিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল -এর হিসাব অনুযায়ী, বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ বা নতুন ব্যবসায় উদ্যোগ হলো উবার।

বিশ্বের ৪৫০টির বেশি শহরে এর কার্যক্রম চালু আছে।

স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্ভর ট্যাক্সি পরিবহনসেবা উবার গত বছরের শেষ নাগাদ দক্ষিণ এশিয়ার ৩৩তম শহর হিসেবে ঢাকায় কার্যক্রম শুরু করে।

মিজ ফ্লাওয়ার এমন একটি ঘটনার তালিকা দিয়েছেন যেখানে তিনি মনে করেছেন তিনি দুর্ব্যবহারের শিকার হয়েছেন।

গুগল, অ্যাপল, ফেসবুক তাদের কোম্পানিতে কর্মীদের বৈচিত্র্যতা নিয়ে তথ্য প্রকাশ করলেও উবার সেটা করেনি।

English summary
Uber to investigate sexual harassment claim
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X