For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ভয়ঙ্কর ঝড় ‘কালমেগি’, উত্তাল মহাসাগরীয় উপকূল

সামুদ্রিক ঝড় ‘কালমেগি’ ক্রমশ ধেয়ে আসছে স্থলভাগের দিকে। চার দিন ধরে প্রশান্ত মহাসাগরের বুকে তাণ্ডব চালানোর পর টাইফুনের রূপ নিয়ে আছড়ে পড়তে চলেছে ফিলিপিন্স উপকূলে।

  • |
Google Oneindia Bengali News

ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় 'কালমেগি' ক্রমশ ধেয়ে আসছে স্থলভাগের দিকে। চার দিন ধরে প্রশান্ত মহাসাগরের বুকে তাণ্ডব চালানোর পর টাইফুনের রূপ নিয়ে আছড়ে পড়তে চলেছে ফিলিপিন্স উপকূলে। আবহবিদরা জানিয়েছেন ক্রমশই শক্তি বৃদ্ধি করে কালমেগি টাইফুনে পরিণত হয়েছে। ফিলিপিন্স প্রশাসন সমুদ্র উপকূল থেকে সরিয়ে নিতে শুরু করেছে মানুষকে।

১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে কালমেগি

১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে কালমেগি

কালমেগি বর্তমানে ফিলিপিন্সের উত্তরাঞ্চলে ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থান করছে। আবহবিদরা জানিয়েছেন, এই ঝড় কমপক্ষে ১৫০ কিলোমিটার বেগে উপকূল অঞ্চলে আছড়ে পড়বে। এর ফলে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ঝোড়ো হাওয়া বইছে ফিলিপিন্সের সমুদ্র উপকূলে। এই ঝড় এ বছরের সবথেক বড় ঝড় হতে চলেছে ফিলিপিন্সে।

স্থানীয়রা টাইফুনের নাম দিয়েছেন রামন

স্থানীয়রা টাইফুনের নাম দিয়েছেন রামন

স্থানীয়রা এই ঝড়কে আবার কালমেগি বলছেন না। তাঁরা এই টাইফুনের নাম দিয়েছেন রামন। ফিলিপিন্সের কাগায়ান প্রদেশের উপর ঝড় আছড়ে পড়ার কথা। ফিলিপিন্স বহু ঝ়ড় সামলাতে অভ্যস্ত। তাই সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও ভূখণ্ডকে রক্ষা করতে তৎপর প্রশাসন।

১২ ঘণ্টায় টাইফুনে পরিণত ‘কালমেগি'

১২ ঘণ্টায় টাইফুনে পরিণত ‘কালমেগি'

আবহবিদরা জানিয়েছেন, ১২ ঘণ্টার মধ্যে টাইফুনের রূপ নিয়েছে ‘কালমেগি'। এবং তা ফিলিপিন্সের উত্তরাংশের কাছাকাছি চলে এসেছে। বেশ কিছুক্ষণ টাইফুন তাণ্ডব চালাবে ফিলিপিন্স উপকূলে। এই ঝড় তারপর শক্তি হারিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে চলে যাবে।

ফিলিপিন্সের উপকূলে টাইফুন

ফিলিপিন্সের উপকূলে টাইফুন

সাধারণত, এই ধরনের ঝড়গুলি নিরক্ষীয় অঞ্চলে চলে যায় এবং দুর্বল হতে শুরু করে। ফিলিপিন্সের উত্তরের অংশে অবতরণ করার পরে ‘কালমায়েগি' ফিলিপাইনের বেল্ট অতিক্রম করে যাবে। ফিলিপিন্সের উপকূল অঞ্চল অতিক্রম করতে ১২ ঘন্টা সময় নেবে এই টাইফুন।

মহাসাগরে বর্তমানে আরও দুটি ঝড়

মহাসাগরে বর্তমানে আরও দুটি ঝড়

ক্রান্তীয় এই ঝড় ‘কালমেগি' ক্রমশ দুর্বল হয়ে পড়বে। পরে এটি দক্ষিণ চিন সাগরে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসাবে আত্মপ্রকাশ করবে। মহাসাগরে বর্তমানে মাত্র দুটি ঝড় রয়েছে, যার মধ্যে একটি ‘ফেংসেন' এবং অন্যটি ‘ল্যান্ডমাস'। পশ্চিম প্রশান্ত মহাসাগরে এই ঝড়গুলি অবস্থান করে চলেছে।

English summary
Typhoon Kalmaegi will hit on Philihine in speed of 150 kilometer per hour. It is turned around in typhoon on the Pacific Ocean.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X