For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামা জঙ্গি হামলার ২ বছর পার, পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে নোটিশ জারি ইন্টারপোলের

পুলওয়ামা জঙ্গি হামলার ২ বছর পার, পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে নোটিশ জারি ইন্টারপোলের

  • |
Google Oneindia Bengali News

কালের নিয়মে কেটে গেল দু-বছর। কিন্তু আজও দগদগে হয়ে রয়েছে পুলওয়ামা জঙ্গি হামলার সেই ভয়াবহ স্মৃতি। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। এদিনই জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে পুলওয়ামায় প্রায় ২৫০০ জওয়ানের কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদ। মারা যায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের ৪০ জওয়ান।

পুলওয়ামা জঙ্গি হামলার ২ বছর পার, পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে নোটিশ জারি ইন্টারপোলের

এদিকে এই ভয়াবহ এই সন্ত্রাসবাদী হামলার দু’বছর পর জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহার এবং তার তিন আত্মীয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারি করল ইন্টারপোল। এদিকে ২০০১ সালে ভারতীয় সংসদে হামলা এবং ২০১৬ সালে পাঠানকোট বিমানঘাঁটিতে মারাত্মক হামলার থাকার অভিযোগে আজহার ও রউফের বিরুদ্ধে ইতোমধ্যেই ইন্টারপোল নোটিশ জারি করেছিল।

এমতাবস্থায় পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে আজাহারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করায় পাকিস্তানের উপর যে নতুন করে চাপ বাড়বে তা বলাই বাহুল্য। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, “পুলওয়ামা হামলার পর থেকেই এই হাই-প্রোফাইল জঙ্গি কমান্ডারদের অনেকেই পাকিস্তানে নিরাপদ আশ্রয়ে দা ঢাকা দিয়েছিল। একাধিকবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও বিশেষ গা করেনি ইসলামাবাদ। উল্টে চলেছে জামাই আদার। এমতাবস্থায় ইন্টারপোলের নয়া পদক্ষেপে ফের চাপের মুখে পড়বে ইমরান সরকার”।

কলকাতায় পেট্রোলের দাম ১০০ টাকা ছুঁই ছুঁই! 'জ্বালানি'র দরে নাজেহাল মধ্যবিত্ত কলকাতায় পেট্রোলের দাম ১০০ টাকা ছুঁই ছুঁই! 'জ্বালানি'র দরে নাজেহাল মধ্যবিত্ত

English summary
second anniversary of the Pulwama attack, Interpol issued a notice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X