For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন আকাশে কি সত্যিই দেখা গেল ভিনগ্রহের যান! বিমানের সামনে রহস্যময় বস্তু ঘিরে জল্পনা

ফের এক রহস্যময় বস্তুর দেখা মিলল মার্কিন আকাশে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার আকাশে তখন উড়ছিল দুটি বিমান

  • |
Google Oneindia Bengali News

ফের এক রহস্যময় বস্তুর দেখা মিলল মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার আকাশে তখন উড়ছিল দুটি বিমান। আর দুটি বিমানের পাইটলরাই মাঝ আকাশে একটি চকচকে রহস্যজনক বস্তু দেখে স্তম্ভিত হয়ে যান! আরসেই বস্তু ঘিরেই বাড়ছে জল্পনা। প্রশ্ন উঠছে এটি ভিনগ্রহীদের কোনও যান নয়তো ?

মার্কিন আকাশে কি সত্যিই দেখা গেল ভিনগ্রহের যান! বিমানের সামনে রহস্যময় বস্তু ঘিরে জল্পনা

২৪ মার্চ বিকেলের এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই মার্কিন ফেডারাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, দু' মিনিটের মাথায় এই রহস্য জনক চকচকে বস্তুটিকে দেখেন দুটি ভিন্ন বিমানের পাইটলরা। আকাশের উচ্চসীমা দিয়ে উড়ছিল এই বস্তুটি। আর তা দেখতেই দুটি বিমানের পাইলটদের মধ্যে , এনিয়ে কথোপোকথোনও হয়। সেই কথোপোকথোনের রেকর্ডও প্রকাশ করেছে মার্কিন ফেডারাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

মার্কিন আকাশে কি সত্যিই দেখা গেল ভিনগ্রহের যান! বিমানের সামনে রহস্যময় বস্তু ঘিরে জল্পনা

এবিষয়ে প্রথম বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে প্রথমে অবহিত করে । পরে দ্বিতীয় বিমানের পাইলকে জিজ্ঞাসা করা হলে, তিনি প্রায় ২ মিনিট বাদে নিশ্চিত করেন যে , তিনিও আকাশে এক রহস্যজনক বস্তুকে মুহুর্তের মধ্যে উড়ে যেতে দেখেছেন। আর তা নিয়েই এই মূহুর্তে আলোচনা জোরদার হয়েছে বিভিন্ন মহলে।

English summary
Two US aircraft pilots spot shining UFO in Arizona sky within minutes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X