For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে এবারে গরুর মাংস বহন করে গণপিটুনির শিকার দুই দলিত

ভারতে এবারে গরুর মাংস বহন করে গণপিটুনির শিকার দুই দলিত

  • By Bbc Bengali

এই দুই দলিত ব্যক্তিকে গণ পিটুনি দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়
ANI
এই দুই দলিত ব্যক্তিকে গণ পিটুনি দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের পুলিশ জানিয়েছে যে মঙ্গলবার সকালে দুই ব্যক্তিকে অন্তর্বাস পরা এবং আহত অবস্থায় কিছু সাধারণ মানুষ বিলাসপুর জেলার একটি থানায় নিয়ে আসে।

স্থানীয় মানুষদের অভিযোগ ছিল যে ওই দু'জন বস্তায় ভরে গরুর মাংস নিয়ে যাচ্ছিলেন।

ওই মাংস সরকারী পশু চিকিৎসককে দিয়ে পরীক্ষা করিয়ে দেখা যায় যে তা গরুর মাংসই ছিল। অন্য আরও অনেক ভারতীয় রাজ্যের মতো ছত্তিশগড়েও গোমাংস নিষিদ্ধ।

বিবিসি বাংলায় সম্পর্কিত খবর:

ধৃতরা দলিত, চামড়ার কাজে যুক্ত

যে দু'জনের বিরুদ্ধে স্থানীয়রা গরুর মাংস বহনের অভিযোগ করেছিলেন, তাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়।

ওই দু'জনের নাম নরসিং রোহিদাস এবং রামনিবাস মেহর। এরা দলিত শ্রেণীভুক্ত এবং দু'জনেই চামড়ার কাজের সঙ্গে যুক্ত।

ঘটনার পরে পুলিশ যে সংবাদ বিবৃতি জারি করেছে, তাতে লেখা আছে যে রেললাইনে কাটা পরা একটি বাছুরের চামড়া তাদের কাজে লাগানোর জন্য বস্তায় ভরে নিয়ে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি।

সামাজিক মাধ্যমে গণ পিটুনির ভিডিও

কিন্তু এর একদিন পরে, বুধবার সামাজিক মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে ধৃত দু'জনকে গণপিটুনির শিকার হতে দেখা যায়।

একটি মোটরসাইকেল নিয়ে তারা যখন অন্তর্বাস পরে রাস্তা দিয়ে হাঁটছেন, তাদের শরীরে আঘাতের চিহ্নও দেখা যাচ্ছে ভিডিওটিতে।

এই দৃশ্য অনেক মানুষ ভিডিও করছিল আর একজনকে দেখা যায় মি. রোহিদাস আর মি. মেহরের বেল্ট দিয়ে পিঠে মারছে।

'গণপিটুনিতে যুক্তদেরও ছাড়া হবে না'

বিলাসপুর পুলিশের আইজি রতনলাল ডাঙ্গি বিবিসি বাংলাকে জানিয়েছেন যে মূল ঘটনার একদিন পরে সামাজিক মাধ্যমের সূত্রে ভিডিওটি তাদের হাতে আসে।

"যে ব্যক্তি বেল্ট দিয়ে গ্রেপ্তার হওয়া দু'জনকে মারছিলেন, তাকে চিহ্নিতও করতে পেরেছি আমরা। এফআইআর তার নামেও করা হয়েছে, কিন্তু ঘটনার দিন থেকেই সে পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে," জানাচ্ছিলেন মি. ডাঙ্গি।

তিনি আরও যোগ করেন, যারা আইন ভেঙ্গে গোমাংস বহন করছিল, তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে, একই ভাবে আইন নিজেদের হাতে তুলে নিয়ে যারা ওই দুজনকে মেরেছেন, তাদেরও শাস্তি পেতে হবে।

গণপিটুনির পরে পুলিশ যে বিবৃতি দিয়েছিল, সেখানে উল্লেখ করা আছে যে জনা পঞ্চাশেক মানুষের একটি দল অর্ধ নগ্ন এবং আহত অবস্থায় মি. রোহিদাস এবং মি. মেহরকে থানায় নিয়ে এসেছিলেন।

গণপিটুনি যারা দিয়েছিলেন, তাদের সেখানেই কেন আটক করা হল না, এখন এই প্রশ্ন তুলেছে ছত্তিশগড়ের দলিত সমাজ।

ক্ষুব্ধ দলিত সমাজ

রাজ্যের বেশিরভাগ দলিত যে সতনামী সম্প্রদায়ের, তাদেরই সংগঠন গুরু ঘাঁসিদাস সেবাদার সংঘের আইনী উপদেষ্টা প্রিয়াঙ্কা শুক্লার কথায়, "ভিডিওতে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে কারা মারছিল সেদিন। একজন অন্যায় করেছে, কিন্তু তার ওপরে হাত ওঠানোর, তাকে মারার অধিকার তো কারও নেই!

"পুলিশ সেদিন কী করছিল?" - প্রশ্ন তোলেন মিজ. শুক্লা।

"ওই ভিড় যখন থানায় গিয়েছিল তখনই তাদেরও আটক করা হল না কেন! আর পুলিশ যদি একজনের নামে এফ আই আর করে থাকে আর বলে যে সে পলাতক, এটা তো পুলিশের ব্যর্থতা! সরকার কিন্তু এ নিয়ে এখনও মুখ খোলে নি।

"দলিত সমাজে এটা নিয়ে সঙ্গত কারণেই ক্ষোভ জন্মিয়েছে," বলছিলেন মিজ. শুক্লা।

তিনি জানাচ্ছিলেন ছত্তিশগড়ে সংঘবদ্ধ হামলার ঘটনা যখনই হচ্ছে, তখনই সরকার কঠোর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেয়, কিন্তু কিছুই করে নি তারা।

গোমাংস বা পাচারের জন্য অবৈধ পথে গরু নিয়ে যাওয়ার ওপরে সশস্ত্র নজরদারি
Getty Images
গোমাংস বা পাচারের জন্য অবৈধ পথে গরু নিয়ে যাওয়ার ওপরে সশস্ত্র নজরদারি

গোমাংস, গরু পরিবহনের ওপরে নজরদারি

গত কয়েক বছরে ভারতে ৫০ জনেরও বেশি মানুষ গোমাংস বা গরু পরিবহন করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন, আর আহত হয়েছেন আরও অনেকে।

হিন্দুদের কাছে পবিত্র এই পশু বেআইনীভাবে পাচার করা হচ্ছে কী না, বা কেউ জবাই করার জন্য গরু নিয়ে যাচ্ছে কী না, তার ওপরে নজরদারি চালাতে উত্তর, মধ্য আর পশ্চিম ভারত জুড়ে বেশ কয়েকবছর ধরেই তৈরি হয়েছে নজরদার বাহিনী।

এইসব বাহিনীর সদস্যরা কোনও না কোনও হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত।

এরা লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে রাত পাহারা দেয় সড়ক, মহাসড়কগুলোতে। নজর চলতে থাকে ট্রাক, বাস আর রেলস্টেশনেও।

গোমাংস সংক্রান্ত গণ হিংসার শিকার হওয়া বেশিরভাগই মুসলমান
Getty Images
গোমাংস সংক্রান্ত গণ হিংসার শিকার হওয়া বেশিরভাগই মুসলমান

মুসলমানদের পরে গোমাংস হিংসায় টার্গেট দলিতরা?

গোমাংস সংক্রান্ত যতগুলি গণপিটুনির ঘটনা হয়েছে, তাতে জড়িত থেকেছে এইসব নজরদার বাহিনীগুলিই।

বছর সাতেক ধরে লাগাতার এ ধরণের গণপিটুনির খবর আসছিল, কিন্তু করোনাভাইরাস লকডাউনের সময় থেকে গণপিটুনির ঘটনা কমে এলেও একেবারে থেমে যায়নি।

'অ্যাকলেড' নামে একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্কলন করা তথ্যে দেখা যাচ্ছে, গোমাংস সংক্রান্ত গণহিংসার শিকার হয়েছেন যারা তাদের সিংহভাগই মুসলমান - যারা গরুর মাংস খান বা বিক্রি করেন।

অন্যদিকে দলিত শ্রেণীর মানুষদের অনেকেই চামড়ার কাজে যুক্ত, যেজন্য তাদের মৃত গরু বাছুর নিয়ে আসতে হয়।

এবারে সেই অজুহাত দেখিয়ে দলিত শ্রেণীর মানুষ গোমাংস সংক্রান্ত গণহিংসার টার্গেট হতে চলেছেন কী না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিবিসি বাংলায় অন্যান্য খবর:

English summary
Two person beaten for carring Cow meat in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X