For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্দুকবাজ হামলা প্যারিসে! এলোপাথাড়ি গুলিতে নিহত দুই, গুরুতর জখম আরও চার

বন্দুকবাজ হামলা প্যারিসে! এলোপাথাড়ি গুলিতে নিহত দুই, গুরুতর জখম আরও চার

Google Oneindia Bengali News

বন্দুকবাজ হামলায় আতঙ্ক ছড়াল সেন্ট্রাল প্যারিসে। বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে নিহত হলেন দু-জন। শুক্রবারের এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও চারজন। গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজনকে। প্যারিসের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বছর ৬০-এর এক সন্দোহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

বন্দুকবাজ হামলা প্যারিসে! এলোপাথাড়ি গুলিতে নিহত দুই, গুরুতর জখম আরও চার

প্রশসানের তরফে আরও জানানো হয়েছে, এই হামলার কী উদ্দেশ্য ছিল, তা স্পষ্ট হয়নি। বন্দুকধারী কেন গুলি চালালেন, কী তাঁর উদ্দেশ্য ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনার পর এলাকা তেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদেরকে ওই এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্যারিস সিটি হলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্যারিসে গুলি চলেছে। বন্দুকবাজ হামলার ঘটনায় দু-জনের মৃ্ত্যু হয়েছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন। এরপরই নিরাপত্তাবাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে তারা জালে পুরতে সমর্থ হয়েছে। প্যারিসের ডেপুটি মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার টুইট করে জানিয়েছেন, বন্দুকবাজ হামলার পরে জরুরি ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা গ্রহণ করেছেন। সন্দেহভাজনকে গ্রেফতার করেছেন, তার জন্য ধন্যবাদ।

প্র্ত্যক্ষদর্শী এক দোকানদার জানিয়েছেন, তিনি সাত-আটটি গুলির শব্দ শুনেছেন। এরপরই আতঙ্কে মানুষ ছোটাছুটি শুরু করে দেন। সবাই একটি নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছিলেন। কোথা থেকে গুলির শব্দ আসছে, তা বোঝা যায়নি। অনেকেই দোকানের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে তৎপর হয়ে ওঠেন। যাঁরা ওই হলের ভিতরে ছিলেন, তাঁরা প্রাণ হাতে করে নিয়ে ছোটাছুটি শুরু করে দেন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে। মধ্য প্যারিসের একটি হলে এই বন্দুকবাজ হামলা হয়।

English summary
Two killed and four seriously injured due to Gunman attack in central Paris
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X