For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গণহত্যার পর অকল্যান্ডে একাধিক বিস্ফোরণ, কী জানাল পুলিশ

শুক্রবার মসজিদে হামলার পর ফের একবার আক্রান্ত নিউজিল্যান্ড।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার মসজিদে হামলার পর ফের একবার আক্রান্ত নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর এবার সেদেশের অকল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুটি পর পর বিস্ফোরণ হয় অকল্যান্ডে।

নিউজিল্যান্ড ফের আক্রান্ত! ক্রাইস্টচার্চে মসজিদ হামলার পর অকল্যান্ডে একাধিক বিস্ফোরণ

এরপর পুলিশ জানিয়েছে, অকল্যান্ডের একটি রাস্তায় দুটি পরিত্যক্ত ব্য়াগকে ঘিরে সন্দেহ তৈরি হয়। সেই সন্দেহপ্রবণ ব্যাগের তল্লাশিতে নেমে রোবোট দিয়ে বিস্ফোরণ ঘটায় সেদেশের পুলিশ। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। জানা গিয়েছে, ক্রাইস্টচার্চের পর অকল্যান্ডের রাস্তায় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যে ৭:৪০ মিনিট নাগাদ বিস্ফোরণের শব্দ শোনা যায়। গালওয়ে স্ট্রিটের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহূর্তে এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে দেয় পুলিশ।

[আরও পড়ুন: শুক্রবারে মসজিদে হামলার ঘটনায় ৪৯ জনের মৃত্যু নিউজিল্যান্ডে, মহিলা সহ ৪ জন আটক ][আরও পড়ুন: শুক্রবারে মসজিদে হামলার ঘটনায় ৪৯ জনের মৃত্যু নিউজিল্যান্ডে, মহিলা সহ ৪ জন আটক ]

বন্ধ করা হয়েছে ব্রিটোমার্ট ট্রেন স্টেশনের বিভিন্ন দিক। এর আগে ,সেখানে একটি কালো রঙের ব্যাগ প্যাক ঘিরে সন্দেহ দানা বাধে। তখনই বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হয় পুলিশের তরফে। তবে গোটা বিষয়টি নিয়ন্ত্রিতভাবে ঘটানো হয়েছে। এই কাজে ব্যবহার করা হয় রোবোট।

[আরও পড়ুন:মসজিদে নির্বিচারে চলল এলোপাথারি গুলি! ৯ জনের মৃত্যু, আতঙ্কে নিউজিল্যান্ড][আরও পড়ুন:মসজিদে নির্বিচারে চলল এলোপাথারি গুলি! ৯ জনের মৃত্যু, আতঙ্কে নিউজিল্যান্ড]

English summary
Two controlled explosions in central Auckland street after suspicious bag found
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X