For Quick Alerts
For Daily Alerts
আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৮
আফগানিস্তানের ২টি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ১৮ জন, আহত ৫০ জনেরও বেশি। নাশকতার ঘটনা ঘটেছে নানগরহার প্রদেশে। জানা গিয়েছে, বিস্ফোরণের সময় মসজিদের ভেতর প্রার্থনা চলছিল।

নানঘরহার প্রদেশের গর্ভনরের মুখপাত্র আটাউল্লাহ খোগয়ানি জানিয়েছে, হাসকা মেনা জেলার দু’টি মসজিদের ভেতর এই বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সময় ২টোর সময় এই বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।