For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ব্লার' না করে স্পষ্টভাবে যোনিদেশ প্রদর্শন! চ্যানেলের বিরুদ্ধে মামলা মডেলের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ছবি
নিউ ইয়র্ক, ২৪ অগস্ট: চুক্তি 'ভঙ্গ' করে যোনিদেশ স্পষ্ট প্রদর্শন করায় টিভি চ্যানেলের বিরুদ্ধে মামলা করলেন এক মডেল। নিউ ইয়র্কের ম্যানহাটানের একটি আদালতে এক কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা ঠোকা হয়েছে।

ব্যাপারখানা কী? ভিএইচ-১ টিভি চ্যানেলে কিছুদিন ধরে দেখানো হচ্ছে একটি অভিনব রিয়ালিটি শো, 'ডেটিং নেকেড' অর্থাৎ নগ্ন অবস্থায় অভিসার। মানুষের জৈব প্রবৃত্তিতে সুড়সুড়ি দিয়ে ভালোই ব্যবসা করছে ভায়াকম গোষ্ঠীর মালিধানাধীন টিভি চ্যানেলটি। দু'জন নারী-পুরুষ আপাদমস্তক খোলামেলা অবস্থায় পরস্পর ঘুরছে, সমুদ্রসৈকতে খেলছে, ঘরে গল্প করছে ইত্যাদি দেখানো হচ্ছে। সাধারণত সংশ্লিষ্ট নারী-পুরুষের গোপনাঙ্গ ঝাপসা বা 'ব্লার' করেই দেখানো হয় 'সম্মান বজায়' রাখতে।

আরও পড়ুন: 'সৎ' উদ্দেশ্যে লুকিয়ে দেখা যাবে মেয়েদের স্নান! ফতোয়া ধর্মগুরুর
আরও পড়ুন: নাবালক পড়ুয়াদের সঙ্গে যৌনসঙ্গম, 'ধর্ষণের দায়ে' ধৃত দুই শিক্ষিকা

আর এখানেই বেধেছে গোল। এক মডেল, জেসি নিউজেৎস অভিযোগ করেছেন, তিনি এই রিয়ালিটি শো-তে অংশ নিয়েছিলেন। চুক্তি অনুযায়ী, জেসি নিউজেৎসের গোপনাঙ্গ 'ব্লার' করে দেখানোর কথা ছিল। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ সেটা করেনি। ফলে দর্শকরা সব কিছু স্পষ্ট দেখে ফেলেছে! আর এতে 'অপমানিত' ওই যুবতী মামলা করেছেন আদালতে। বলেছেন, এর ফলে তিনি সমাজে 'মুখ দেখাতে' পারছেন না। তাই আদালত সুবিচার দিক।

জানা যাচ্ছে, ফুটেজের একটি অংশে ছিল, যে পুরুষটির সঙ্গে তিনি প্রেম করছেন, তাঁর সঙ্গে সমুদ্রের ধারে নগ্ন হয়ে ফুটবল খেলছেন। ক্যামেরা ধরা ছিল একদম জেসির সামনে। ফলে তাঁর নগ্ন শরীর খুব স্পষ্টভাবে ধরা পড়েছে ক্যামেরায়। এই ভিডিও হুবহু প্রদর্শন করেছে টিভি চ্যানেলটি। জেসির দাবি, বক্ষদেশ স্পষ্ট দেখাতে আপত্তি নেই তাঁর। কিন্তু কেন যোনিদেশ স্পষ্টভাবে দেখাবে চ্যানেল কর্তৃপক্ষ? কেন কথা মতো তা 'ব্লার' করা হল না? এটা 'বেআইনি' কাজ হয়েছে বলে দাবি করেছেন তিনি।

আবেগতাড়িত জেসি জানান, তিনি সদ্য প্রেমে পড়েছিলেন। এই ঘটনায় তাঁর বয়ফ্রেন্ড সম্পর্ক ভেঙে দিতে চেয়েছে। তাই মানসিক অশান্তিতে ভুগছেন তিনি।

English summary
TV channel allegedly violates contract, furious model files case with court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X