For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপতির না-পসন্দ, সাদা বাদে কোনও গাড়ি চলবে না রাস্তায়, হুলিয়া জারি প্রশাসনের

আশগাবতের রাস্তায় সাদা বাদে অন্য কোনও রঙের গাড়ি চালানো যাবে না বলে হুলিয়া জারি করেছেন সেদেশের প্রেসিডেন্ট।

  • |
Google Oneindia Bengali News

মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান নিয়ে খুব বেশি খবর বাইরে আসে না। তবে এবার যে খবর প্রকাশিত হয়েছে তা বেশ তাজ্জবের। সেদেশের রাজধানী আশগাবতের রাস্তায় সাদা বাদে অন্য কোনও রঙের গাড়ি চালানো যাবে না বলে হুলিয়া জারি করেছেন সেদেশের প্রেসিডেন্ট। আর সেজন্য পুলিশ রাস্তায় অন্য রঙের গাড়ি দেখলেই ধরপাকড় শুরু করেছে।

রাষ্ট্রপতির না-পসন্দ, সাদা বাদে কোনও গাড়ি চলবে না রাস্তায়

আগে বলা হয়েছিল রাস্তায় কালো গাড়ি দেখলেই তা বাজেয়াপ্ত করতে। তবে নতুন বছরে শুরু থেকে সব রঙের গাড়িই পুলিশ আটকে দিচ্ছে। ছাড় শুধু সাদা গাড়িতে।

কিন্তু কেন এমন হুলিয়া? বলা হচ্ছে, তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি গুরবানগুলি বের্দিমুখাম্মেদভের সাদা গাড়ি নিয়ে কুসংষ্কার রয়েছে। এটা তার প্রিয় রঙ। এটিকে সৌভাগ্যের প্রতীক বলেও মনে করেন তিনি। আর সেজন্য ২০১৫ সাল থেকে সেদেশে কালো গাড়ি আমদানিও বন্ধ করা হয়েছে।

এই ঘটনা জানাজানি হতেই গাড়ি সারানোর দোকানগুলি হঠাৎ করে দাম দ্বিগুণ করে দিয়েছে। আগে যে অটো শপগুলি ৫৫০ ডলার নিত, এখন তারাই ১ হাজার ডলার দাম হাঁকাচ্ছে। এমনটাই জানাচ্ছেন অন্য রঙের গাড়ির মালিকেরা। এই অবস্থায় গাড়ি সাদা রঙে রাঙানো ছাড়া উপায় নেই তুর্কমেনিস্তানের বাসিন্দাদের।

English summary
Turkmenistan president bans all colored cars from capital, only white cars allowed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X