For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিয়ায় মুখোমুখি যুদ্ধ এড়ানোর চেষ্টা করছে তুরস্ক এবং আমেরিকা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন স্বীকার করেছেন কুর্দি ইস্যুতে একসময়কার ঘনিষ্ঠ মিত্র তুরস্কের সাথে সম্পর্ক 'সঙ্কটাপন্ন'। মুখোমুখি লড়াই এড়াতে শীঘ্রই দুই পক্ষ বসবে।

  • By Bbc Bengali

মানবিজে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া দল
Reuters
মানবিজে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া দল

সিরিয়ার উত্তরে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় নেটো জোটের দুই সদস্য তুরস্ক এবং আমেরিকার সৈন্যরা এখন মুখোমুখি, এবং পরিস্থিতি বিপজ্জনক।

সিরিয়ার মানবিজ শহরে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি মিলিশিয়া ওয়াইপিজি, যাদেরকে আঙ্কারা সন্ত্রাসী হিসাবে গণ্য করে, তাদের ওপর সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক।

তুরস্ক এবং তাদের সমর্থিত মিলিশিয়ারা ১০০ কিমি দুরের শহর আফরিনে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি যোদ্ধাদের সাথে লড়াইতে লিপ্ত রয়েছে।

মানবিজ শহরটি ২০১৬ সালে ইসলামিক স্টেটের হাত থেকে নিয়ে নেওয়ার পর থেকে সেখানে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের সাথে মার্কিন সৈন্যরাও রয়েছে।

সে কারণে গত সপ্তাহে একজন মার্কিন জেনারেল হুমকি দিয়েছেন, মানবিজে তুরস্ক কোনো হামলা চালানোর চেষ্টা করলে কড়া জবাব দেওয়া হবে।

সাথে সাথেই 'অটোম্যান চড়' দেওয়ার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। শক্ত জবাব বোঝাতে তুর্কিরা 'অটোম্যান চড়' শব্দটি ব্যবহার করে।

আঙ্কারায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন
Reuters
আঙ্কারায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন

যুদ্ধের দামামা যেন আরো জোরদার না হয় সে ব্যাপারে দুই নেটো সদস্য দেশের কূটনীতিকরা এখন চেষ্টা শুরু করেছেন।

রেক্স টিলারসন গতকাল (শুক্রবার) গিয়েছিলেন আঙ্কারায়। সেখানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভোসোগলুর সাথে বৈঠকের পর তিনি স্বীকার করেছেন তুরস্কের সাথে সম্পর্ক "সংকটজনক" পর্যায়ে পৌঁছেছে।

মি টিলারসন ঘোষণা দেন উত্তেজনা প্রশমনে একটি যৌথ কমিটি শীঘ্রই বসবে। "মানবিজ শহরে পরিস্থিতি সেখানে বিশেষ গুরুত্ব পাবে"।

তবে ইস্তাম্বুল থেকে বিবিসির মার্ক লোয়েন বলেন, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বড় কোনো অগ্রগতির ইঙ্গিত নাই।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক "সত্যিকারের ফলাফল" দেখতে চায়। "পরস্পরের সময় নষ্ট করার উদ্দেশ্য আমাদের নাই"।

তিনি খোলাখুলি বলেছেন, কুর্দি মিলিশিয়া বাহিনী ওয়াইপিজি ইউফ্রেতিস নদীর পূর্ব পার্শে চলে যাবে বলে যে প্রতিশ্রুতি আমেরিকা দিয়েছিল, তা তারা রাখেনি।

মি চাভোসোগলু হুঁশিয়ার করেন,"নদীর পশ্চিম পাড়ের নিয়ন্ত্রণ যদি ওয়াইপিজি নেওয়ার চেষ্টা করে, অঞ্চলের স্থিতিশীলতা কখনই আসবে না। সুতরাং আমরা চেষ্টা করবো সেটা যেন কখনই না হতে পারে"।

English summary
Turkey and USA avoiding war in Syria
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X