For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসাদ সরকারের বিরুদ্ধে অপারেশন স্প্রিং শিল্ড শুরু করল তুরষ্ক

আসাদ সরকারের বিরুদ্ধে অপারেশন স্প্রিং শিল্ড শুরু করল তুরষ্ক

  • |
Google Oneindia Bengali News

আসাদ সরকারের বিরুদ্ধে অপারেশন স্প্রিং শিল্ড শুরু তুরস্কের। এই অপারেশনের মাধ্যমেই রবিবার তুরস্ক উত্তর সিরিয়ায় আসাদ বাহিনীর বিরুদ্ধে সম্পূর্ণ সামরিক অভিযান শুরু করেছে বলে জানা যাচ্ছে।

২৮শে ফেব্রুয়ারি থেকে অভিযান শুরু

২৮শে ফেব্রুয়ারি থেকে অভিযান শুরু

তুরষ্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের মতে অপারেশন স্প্রিং শিল্ড ইতিমধ্যে ফলও মিলতে শুরু করেছে। ২৮ শে ফেব্রুয়ারি অভিযান শুরুর পর থেকে ১ টি ইউএভি, ৮ টি হেলিকপ্টার, ১০৩ টি ট্যাঙ্ক, ৭২ টি বন্দুক, হাউইজার, সিএনআরএ, ৩ টি যুদ্দ্ধ বিমান এবং ২,২১২ আসাদ সৈন্যকে ইতিমধ্যে নির্মূল করা সম্ভব হয়েছে বলেও জানান হুলসি।

টার্গেট কেবল সেনা শিবির

টার্গেট কেবল সেনা শিবির

এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন, "রাশিয়ার মুখোমুখি হওয়ার আমাদের কোনও উদ্দেশ্য নেই তবে আমরা আসাদ সরকারের দ্বারা সাধারণ নাগরিকজের গণহত্যা বন্ধ করতে চাই। আমাদের টার্গেট কেবলমাত্র সরকারের সৈন্যবাহিনী এবং সেনা শিবির গুলি।"

হামলা সিরিয়ান যুদ্ধ বিমানেও

হামলা সিরিয়ান যুদ্ধ বিমানেও

এদিকে, রবিবার সিরিয়ার ইদলিব প্রদেশে একটি যুদ্ধ বিমানের উপরও আক্রমণ নেমে আসে বলে জানা যাচ্ছে। তবে কারা গুলি চালিয়েছিল তা এখনও জানা যায়নি। সিরিয়া বিরোধী কোনও গোষ্ঠী যে এই হামলার পিছনে রয়েছে তা অনুমান করছে বিশেষজ্ঞ মহল।

English summary
turkey launched operation spring shield against the assad regime
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X