For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তুরস্কে নির্বাচন: শক্ত চ্যালেঞ্জের মুখে এরদোয়ান?

তুরস্কে আজ এমন এক নির্বাচন হচ্ছে - যার ফলাফল দেশটির ভবিষ্যতকে নাটকীয়ভাবে বদলে দিতে পারে। প্রেসিডেন্ট এরদোয়ান এই প্রথমবারের মতো এবার এক শক্ত নির্বাচনী চ্যালেঞ্জের মুখোমুখি।

  • By Bbc Bengali

তুরস্কে আজ এমন এক নির্বাচন হচ্ছে - যার ফলাফল দেশটির ভবিষ্যতকে নাটকীয়ভাবে বদলে দিতে পারে।

দেশটির প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান এখনো ব্যাপকভাবে জনপ্রিয়। তিনি চেয়েছিলেন, তার রাজনৈতিক বিরোধীরা যখন একটু অপ্রস্তুত অবস্থায় আছে তখনই নির্বাচন দিয়ে সহজে জিতে আসতে।

কিন্তু হঠাৎ করেই নির্বাচনী প্রচারণার সময় এমন কতগুলো পরিবর্তনের আভাস দেখা দিয়েছে যা এরদোয়ানের নিশ্চিত বিজয় নিয়ে একটা সংশয় তৈরি করেছে বলেই বিশ্লেষকরা বলছেন।

নির্বাচনী প্রচারের সময় দেখা গেছে, এরদোয়ানকে ঠেকাতে তার বিরোধী রাজনৈতিক দলগুলো একজোট হয়েছে। মধ্য-বাম জোটের প্রার্থী মুহাররম ইঞ্জের জনসভায় এত বিপুল লোকসমাগম হয়েছে - যা আগে কখনো দেখা যায় নি।

তাই মনে করা হচ্ছে, মি. এরদোয়ান এই প্রথমবারের মতো এবার বেশ শক্ত নির্বাচনী চ্যালেঞ্জের মুখোমুখি।

তুরস্কের নির্বাচনে একই দিনে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন হচ্ছে। নিয়ম হলো, যদি কোন প্রেসিডেন্ট প্রার্থীই যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান তাহলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দু'জনের মধ্যে দ্বিতীয় দফা ভোট গ্রহণ হবে ১৫ দিন পরে।

রেচেপ তায়েপ এরদোয়ানের প্রধান সমর্থক হচ্ছেন রক্ষণশীল এবং ধার্মিক অপেক্ষাকৃত বয়স্ক তুর্কিরা। তিনি তুরস্কের এতকাল ধরে চলে আসা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থায় ইসলামী মূল্যবোধকে শক্তিশালী করেছেন এবং তার সময়ে দেশের অর্থনীতি ও অবকাঠামোতে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তুরস্ক নির্বাচন
Getty Images
তুরস্ক নির্বাচন

মি. এরদোয়ানের হাতে ইতিমধ্যেই বিপুল ক্ষমতা, এবং এ নির্বাচনে জয়ী হলে তিনি আরো ক্ষমতাধর হবেন। কারণ তিনি সংবিধানে যে সংস্কারের প্রক্রিয়া শুরু করেছেন - তাতে প্রেসিডেন্ট পদটি আরো ক্ষমতাশালী হবে, প্রধানমন্ত্রী পদ তুলে দেয়া হবে, প্রেসিডেন্ট নিজে ডিক্রি জারি করতে পারবেন, মন্ত্রী ও বিচারপতি নিয়োগের ক্ষমতা পাবেন। এই এজেন্ডার ওপরই এরদোয়ান ভোটারদের সমর্থন চাইছেন।

কিন্তু তার বিপক্ষের মত হলো, এরদোয়ান একজন একনায়ক হয়ে উঠেছেন, বিচারবিভাগকে হাইজ্যাক করেছেন এবং পশ্চিমের সাথে তুরস্কের সম্পর্ককে ধ্বংস করেছেন। তাই এরদোয়ানকে ঠেকাতে বিরোধীদলগুলো নতুন করে একজোট হয়েছে এবার।

তারা মনে করছেন, এ নির্বাচনে তাদের হাতে পরিবর্তনের সুযোগ এসেছে।

ইস্তাম্বুল থেকে সাংবাদিক সরোয়ার আলম বিবিসি বাংলাকে বলছিলেন, জনমত জরিপে দেখা যাচ্ছে মুহাররম ইঞ্জের জোটের প্রতি সমর্থন ২৯-৩০ শতাংশ। এরদোয়ানের একে পার্টির সমর্থন ৪৮-৪৯ শতাংশের মতো। তাই নির্বাচনে কি ফল হবে তা নিয়ে বেশ কিছুটা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। সব বিরোধী দল যদি এক হয়ে ভোট দেয় তাহলে দ্বিতীয় দফা ভোট হতে পারে।

তিনি বলেন, মনে করা হচ্ছে প্রথম দফা ভোটে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই দ্বিতীয় দফা ভোটে ভালো করবে।

তুরস্ক নির্বাচন
Getty Images
তুরস্ক নির্বাচন

তুরস্কের নির্বাচন কেন গুরুত্বপূর্ণ?

তুরস্কের অবস্থান এমন এক জায়গায় যে এর নেতা কে হচ্ছেন তার বৈশ্বিক গুরুত্ব আছে। কারণ তার একদিকে ইউরোপ, অন্য দিকে ইরাক আর সিরিয়ার সীমান্ত। এর মধ্যে বৃহৎ মুসলিম বিশ্বের এক নেতৃস্থানীয় দেশ তুরস্ক পশ্চিমা বিশ্বেরও এক গুরুত্বপূর্ণ মিত্র, নেটো জোটের সদস্য।

তুরস্ক ইউরোপীয় ইউনিয়নেরও সদস্য পদপ্রার্থী।

তুরস্কের সেনাবাহিনী নেটো জোটের দ্বিতীয় বৃহত্তম বাহিনী।

সিরিয়ার গৃহযুদ্ধ, কুর্দি সমস্যা, ইরাক-সিরিয়ায় ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই, অভিবাসী সংকট - ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে তুরস্কের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তুরস্ক নির্বাচন
Getty Images
তুরস্ক নির্বাচন

এ নির্বাচনে জয়ী হলে মি. এরদোয়ান আরো ক্ষমতাধর হয়ে উঠবেন।

আর যদি তা না হয় তাহলে তুরস্ক রাষ্ট্রের গতিপথই বদলে যেতে পারে।

মি. এরদোয়ান এখনো বিপুলভাবে জনপ্রিয়। তাই নির্বাচনের ফল যখন আসতে শুরু করবে, তখন সংশয়বাদীরা ভুল প্রমাণিত হতে পারেন।

কিন্তু একটা আভাস স্পষ্ট হচ্ছে যে রাজনীতিবিদ হিসেবে তার সম্মোহনী ক্ষমতা হয়তো কমতে শুরু করেছে।

আরো পড়ুন:

চালকের আসনে সৌদি নারীরা

শেখ হাসিনা যেভাবে আওয়ামী লীগের নেতা হলেন

শেষ মূহুর্তের অবিশ্বাস্য গোলে জয় জার্মানির

কাশ্মীরের হিন্দু মুসলমানদের এক করছে যে শিল্প প্রদর্শনী

English summary
Turkey elections: Erdouan face tough challenge?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X