For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তুরস্ক: কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ২৮, ভেতরে এখনো আটকা অনেকে

বিস্ফোরণের সময় অন্তত ১১০ জন শ্রমিক ওই খনিতে কাজ করছিলেন এবং এর অর্ধেকই ছিলো তিনশ মিটারের বেশি গভীরে।

  • By Bbc Bengali

এখনো ভেতরে আটকা আছে অনেকে।
Getty Images
এখনো ভেতরে আটকা আছে অনেকে।

তুরস্কের বার্তিন প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ২৮ জন মারা গেছে এবং এখনো খনির ভেতরে অনেকে আটকা আছেন।

বিস্ফোরণের সময় অন্তত ১১০ জন শ্রমিক ওই খনিতে কাজ করছিলেন এবং এর অর্ধেকই ছিলো তিনশ মিটারের বেশি গভীরে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এ পর্যন্ত এগার জনকে তারা উদ্ধার করেছেন, যাদের এখন চিকিৎসা দেয়া হচ্ছে।

রাতে জরুরি কর্মীরা পাথর খনন করে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পুরো কালো রং ঢেকে যাওয়া খনি কর্মীরা বেরিয়ে আসছেন এবং তাদের দৃষ্টি ছিলো ঝাপসা।

উদ্ধার কর্মীরা তাদের কৃষ্ণসাগর উপকূলের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেছেন।

তুরস্কের বায়রাক্টার টিবি-টু ড্রোন কী, কেন কিনছে বাংলাদেশ

কিভাবে ঘনিষ্ঠ হলেন পুতিন এবং এরদোয়ান? 'বেমানান' এই সম্পর্ক কত শক্ত?

বাংলাদেশে তুর্কি নাটকের এতো জনপ্রিয়তার কারণ কী

প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান শনিবার ঘটনাস্থল পরিদর্শন করবেন
Getty Images
প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান শনিবার ঘটনাস্থল পরিদর্শন করবেন

আটকে থাকা কর্মীদের স্বজনরা খনি এলাকা ভিড় করছেন এবং তাদের স্বজনদের জন্য উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন।

বিস্ফোরণটি ধারণা করা হচ্ছে যে খনির অন্তত তিনশ মিটার ভেতরে হয়েছে। খনির তিনশ থেকে সাড়ে তিনশ মিটার গভীরের ঝুঁকিপূর্ণ জোনে ৪৯ জন কাজ করছিলেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু জানিয়েছেন।

ঘটনাস্থলেই সাংবাদিকদের তিনি বলেছেন ওই এলাকাতেই তারা আছেন যাদের এখনো উদ্ধার করা যায়নি।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয় প্রসিকিউটর কার্যালয় এর তদন্ত শুরু করেছে।

তুরস্কের জ্বালানি মন্ত্রী বলেছেন ফায়ারড্যাম্পের কারণে এ বিস্ফোরণ হতে পারে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ফায়ারড্যাম্প হলো মূলত কয়লা খনির ভেতরে মিথেন গ্যাসের এক ধরণের মিশ্রণ।

"আমরা সত্যিকার অর্থেই একটি দুঃখজনক পরিস্থিতির ভেতর আছি," বলছিলেন তিনি।

খনির ভেতরের একটি অংশ ধ্বসে গেছে তবে এখন কোন আগুন নেই এবং ভেন্টিলেশনও ঠিকমতো কাজ করছে বলে জানান তিনি।

বাংলাদেশে সমরাস্ত্র বিক্রির প্রস্তাব তুরস্কের - কী কী অস্ত্র উৎপাদন করে দেশটি

তুরস্কের যে মেসেজিং অ্যাপে সবচেয়ে বেশি কল হয় বাংলাদেশে

বার্তিন প্রদেশে খনিটিতে বিস্ফোরণ হয়েছে।
BBC
বার্তিন প্রদেশে খনিটিতে বিস্ফোরণ হয়েছে।

প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান শনিবার ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

আহতদের অনেকের ক্ষত অত্যন্ত মারাত্মক বলে জানিয়েছেন আমসারা মেয়র রেচাই চাকির।

খনি থেকে নিজেই বেরিয়ে আসা একজন শ্রমিক বলেছেন, "ভেতরে ধূলা আর ধোঁয়া এবং আমরা আসলে জানি না যে কি হয়েছে সেখানে"।

ওই খনিটির মালিক রাষ্ট্রায়ত্ত তুর্কিশ হার্ড কোল এন্টারপ্রাইজ।

এর আগে ২০১৪ সালে পশ্চিমাঞ্চলীয় সোমা শহরে এক ভয়াবহ কয়লা খনি বিস্ফোরণে ৩০১ জনের মৃত্যু হয়েছিলো।

প্রবল পরাক্রমশালী অটোমান সাম্রাজ্যের পতন হয়েছিল যেভাবে

তুরস্ক দেশের নাম পরিবর্তন করা হলো

বাংলাদেশের ব্যাপারে তুরস্কের এখন আগ্রহ বাড়ছে কেন?

English summary
Turkey: 28 killed in coal mine explosion, many still trapped inside
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X