For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮.৩ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত চিলি, জারি সুনামি সতর্কতা

  • |
Google Oneindia Bengali News

সান্তিয়াগো, ১৭ সেপ্টেম্বর : দক্ষিণ আমেরিকার দেশ চিলি কেঁপে উঠল ভয়াবহ ভূমিকম্পে। উত্তরে উপকূল এলাকায় এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। বুধবার গভীর রাতে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৮.৩। [ফের একবার ভূমিকম্পে কাঁপল নেপাল, আতঙ্কে সাধারণ মানুষ]

ভূমিকম্পের ফলে রাজধানী সান্তিয়াগো সহ নানা এলাকায় তীব্রভাবে কম্পন অনুভূত হয়। চিলির উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ['গ্রেট হিমালয়ান ভূমিকম্প' আসা এখনও বাকি, বলছেন বিজ্ঞানীরা]

৮.৩ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত চিলি, জারি সুনামি সতর্কতা

সরকারি সূত্রে জানা গিয়েছে, ঘটনায় আপাতত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। এছাড়া উপকূলে তীব্র জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। ['মহিলাদের জিন্স পরার জন্যই ভূমিকম্প হচ্ছে']

চিলি সরকারের পক্ষ থেকে উপকূলের ২৪০০ মাইল এলাকা জুড়ে বসবাস করা অধিবাসীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত সতর্কতা হিসাবে সান্তিয়াগো বিমানবন্দরও খালি করে দেওয়া হয়েছে। [১৯ দিনে ২০২ বার 'আফটার শক' অনুভূত নেপালে!]

প্রথমে মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে বলা হয়েছিল ভূমিকম্পের মাত্রা ৭.৯। তবে পরে তা বদলে বলা হয় ৮.৩ রিখটার স্কেল। জানা গিয়েছে, কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে, আর্জেন্তিনাতেও এর অনেকটা প্রভাব টের পাওয়া গিয়েছে। [দেখে নিন নেপালের ভূমিকম্পের অকল্পনীয় বীভৎসতা]

English summary
Tsunami alert issued after 8.3-magnitude quake hits Chile coast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X