For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত মহাসাগর জুড়ে 'সুনামি'! একাধিক ভূমিকম্পের পর সতর্কতা জারি বহু দেশে

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ প্রশান্ত মহাসাগর বরাবর এদিন একাধিক জায়গায় পরপর ভূমিকম্পের খবর আসতে থাকে। এরপরই অস্ট্রেলিয় আবহাওয়া দফতর জানিয়ে দেয় পূর্বাভাস মতোই এসে গিয়েছে সুনামি। তাদের টুইটার হ্যান্ডেল জানায় 'সুনামি কনফর্মড'। এরসঙ্গেই একাধিক দেশে জারি হয়েছে সতর্কতা। সতর্কতা জারি অস্ট্রেলিয়াতেও।

এদিন ইন্দোনেশিয়া, লয়্যালটি আইল্যান্ডে প্রবল ভূমিকম্পের কথা প্রথমে শোনা যায়। এরপর থেকে একাধিক এলাকায় ভূমিকম্পের খবর আসে। দক্ষিণ পেসিফিকে রিখটার স্কেলে ৭.৭ তীব্রতা নিয়ে প্রবল ভূমিকম্পের খবর আসে। নিউজিল্যান্ড, ক্যালিডোনিয়া, ভানুয়াতুর মতো এলাকায় এই প্রবল ভূমিকম্প মূলত সুনামির আরেকটি রূপ। এই বার্তা দিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। এরপরই ওই এলাকাগুলিতে জারি হয়েছে সতর্কতা। প্রথমে ফ্রান্সের আওতাধীন দক্ষণ প্রশান্তমহাসাগরের নিউক্যালিডোনিয়ায় ভূমিকম্প হয়। এরপরপরই নিউজিল্যান্ড, ফিজিতে সতর্কতা জারি হয়।

এদিকে, ফিজি, নিউজিল্যান্ডের মতো জায়গায় ০.৩ মিটার থেকে ১ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস উঠতে শুরু করে। উপকূলবর্তী নিউজিল্যান্ড, ভান্তুয়া আতঙ্কেগ্রস্ত হতে থাকে। মুহূর্তে নিউজিল্যান্ডের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি একটি বিজ্ঞপ্তি জারি করে উপকূল এলাকা থেকে সকল বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে আসতে বলে। উল্লেখ্য, সুনামির ফলে প্রতি ৫ মিনিট অন্তর অন্তর দানবীয় জলোচ্ছ্বাস দেখা যায়। যা মুহূর্তে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। এর কবল থেকে বাদ যায়না প্রবল প্রাণহানি।

এদিকে পেসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে সুনামি স্রোত দেখা গিয়েছে। জানানো হয়, যে তথ্য আপাতত পাওয়া যাচ্ছে, তাতে একাধিক দেশে সুনামির সতর্কতা জানানো হচ্ছে। তবে ইন্দোনেশিয়ার ভূমিকম্পকে সুনামির আওতায় তুলে ধরা হচ্ছে না বলে খবর। প্রসঙ্গত,পেসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একাধিক ছোট বড় আইল্যান্ডকে সতর্ক করেছে।

English summary
Tsunami alert for Fiji, New Zealand, Vanuatu as strong earthquake felt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X