For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘জনসভা থেকে কেউ করোনা আক্রান্ত হলে তার দায় নিজের’,নির্বাচনী প্রচারের আগে নতুন ‘সতর্কবার্তা’ট্রাম্পের

‘জনসভা থেকে কেউ করোনা আক্রান্ত হলে তার দায় নিজের’,নির্বাচনী প্রচারের আগে নতুন ‘সতর্কবার্তা’ট্রাম্পের

  • |
Google Oneindia Bengali News

আবারও নির্বাচনী প্রচারে নামতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, গত ২ মার্চের পর থেকে আর কোনও নির্বাচনী সমাবেশ করেননি ট্রাম্প। করোনাভাইরাসের কারণে তিনমাস প্রচার বন্ধ রাখার পর এবার ১৯শে জুন আবার তিনি নির্বাচনী সমাবেশ শুরু করছেন বলে জানা যাচ্ছে। আর দেশে করোনা সঙ্কটের আবহে এখানে দানা বেঁধেছে নতুন বিতর্ক।

১৯শে জুন সমাবেশের কথা

১৯শে জুন সমাবেশের কথা

১৯ জুনের পরবর্তীকালের ট্রাম্প বেশ কিছু ইনডোর প্রচারাভিযান চালাবেন বলে জানা যাচ্ছে। কিন্তু তার আগে জারি করা হয়েছে নতুন নিয়ম। এই নিয়মে বলা হচ্ছে ইভেন্টে উপস্থিত কোনও ব্যক্তি করোনা ভাইরাসের শিকার হলে তারা এই প্রচারক সংস্থা বা অনুষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারবেন না।

ওকলাহোমার তুলসা শহরে নির্বাচনী প্রচার

ওকলাহোমার তুলসা শহরে নির্বাচনী প্রচার

এদিকে করোনা সঙ্কট আবহে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার পর থেকেই কার্যত অগ্নিগর্ভ মার্কিন মুলুক। এমতাবস্থায় ট্রাম্প ওকলাহোমার তুলসা শহরকে নির্বাচনী সমাবেশের জন্য বেছে নিয়েছেন বলে জানা যাচ্ছে। আমেরিকার ইতিহাসে এই শহরেই বারংবার বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়তে দেখা গেছে। ফ্লয়েড হত্যা নিয়ে উত্তেজনার আবহে তুলসায় সমাবেশের ঘোষণায় তাই অনেকেই বিস্মিত হয়েছেন। বর্তমানে এই শহরে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে অংশগ্রহণকারীদের জন্যই নতুন নির্দেশ জারি করেছে ট্রাম্পের ইভেন্ট ওয়েবসাইট।

কী বলছে ট্রাম্পের ইভেন্ট ওয়েবসাইট ?

কী বলছে ট্রাম্পের ইভেন্ট ওয়েবসাইট ?

সেখানে ১৯শে জুনের সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য স্পষ্ট ভাবে বলা হয়েছে, " এখানে রেজিস্টার করার সাথে আপনি স্বীকার করছেন যে কোনও সমাবেশে, যেখানে মূলত অনেক মানুষের একত্রিত হওয়ার ব্যাপার থাকে সেখানে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। সমাবেশ থেকে কেউ করোনা সংক্রমিত হলে ডোনাল্ড ট্রাম্প, বিওকে সেন্টার, এএসএম গ্লোবাল বা তাদের কোনও অনুমোদিত পরিচালক, কর্মকর্তা, কর্মচারী, এজেন্ট, ঠিকাদার, বা কোনও স্বেচ্ছাসেবী সংস্থা এর জন্য দায়বদ্ধ থাকবে না। "

এরপর কোথায় কোথায় নির্বাচনী প্রচারে যাবেন ট্রাম্প ?

এরপর কোথায় কোথায় নির্বাচনী প্রচারে যাবেন ট্রাম্প ?

সূত্রের খবর, ওকলাহোমা থেকে প্রচার শুরু করার পর একে একে টেক্সাস, অ্যারিজোনা, ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনায় নির্বাচনী সমাবেশে করবেন ট্রাম্প। এদিকে চলতি বছর নভেম্বরেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। বর্তমানে রিপাবলিকান পার্টির পদপ্রার্থী ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতা ধরে রাখতে মরিয়া। অন্যদিকে তাঁর বিরুদ্ধে লড়বেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

আরও বিপাকে অনিল আম্বানি ! বকেয়া ঋণের অর্থ আদায়ে এবার এনসিএলটি-র দ্বারস্থ এসবিআইআরও বিপাকে অনিল আম্বানি ! বকেয়া ঋণের অর্থ আদায়ে এবার এনসিএলটি-র দ্বারস্থ এসবিআই

English summary
‘If someone is attacked from rally, it is his responsibility' , Trump's new 'warning' before the election campaign,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X